ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবারের পরই মেলা চলে যাবে পূর্বাচলে

মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু হচ্ছে সোমবার,জোর প্রস্তুতি

প্রকাশিত: ০৫:২২, ৩০ ডিসেম্বর ২০১৭

মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু হচ্ছে সোমবার,জোর প্রস্তুতি

ওয়াজেদ হীরা ॥ মাঝে আর মাত্র একদিন। এরপরই শুরু হবে এক মহামিলন মেলা। মাসব্যাপী এই মিলনমেলায় শামিল হবে শিশু থেকে বৃদ্ধ, তরুণ তরুণীরা। মাসব্যাপী এই মিলনমেলার নাম বাণিজ্য মেলা হলেও এটি নগরবাসীর কাছে এটি শুধুই কেনাকাটা নয় বিনোদনের একটি অংশ বটে। যার শুরু হচ্ছে নতুন বছরের প্রথম দিন আগামী সোমবার থেকেই। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে খোলা মাঠে বসছে এই ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যার সব প্রস্তুতিই প্রায় সম্পন্ন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন। দৃষ্টিনন্দন গেট থেকে শুরু করে বিভিন্ন প্যাভিলিয়নের শেষ মুহূর্তের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে এখন। এদিকে, ২০১৮ সালের পর মেলা চলে যাবে পূর্বাচলে। পূর্বাচলে মেলার স্থায়ী স্থাপনা নির্মাণ করছে সরকার। সে হিসেবে এটি হতে যাচ্ছে শেরেবাংলা নগরে শেষ বাণিজ্য মেলা। মেলা শুরুর সময় যতই এগিয়ে এসেছে মেলার কর্মব্যস্ততা ততই বেড়েছে। বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলের কাজ অনেক দিন ধরে শুরু হলেও গত শেষ দশ দিন অবস্থানরত শ্রমিকদের যেন কোন বিশ্রাম নেই। প্রতিবছর মেলার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তারা জানিয়েছে, দেশী-বিদেশী প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে এবারের বাণিজ্যমেলায় মোট ৫৪০ প্রতিষ্ঠান অংশ নেবে। গতবার অংশ নিয়েছিল ৫৮৪। সে হিসেবে এবার স্টল কমছে ৪৪। প্রতিবছরই মেলায় স্টল বরাদ্দের হার বাড়লেও এবারের মেলায় বৈচিত্র্য আনার জন্য জায়গা রাখা হয়েছে। বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে ডিজিটালাইজেশন বা তথ্য প্রযুক্তিতে। এ কারণে কিছু স্টল ছেঁটে ফেলা হয়েছে তবে মেলার আয়োজকরা জানিয়েছেন এবারের বৈচিত্র্য থাকা শুরু থেকেই জমজমাট থাকবে মেলাঙ্গন। গত দুইদিন মেলা ঘুরে দেখা গেছে, মেলায় কাজ করছেন শ্রমিকরা। বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন কর্মকর্তারা। মেলার অবকাঠামোগত কাজ শেষ পর্যায়ে। ফোয়ারা তৈরি ও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান দেখা গেছে। এছাড়াও মূল ফটকের নির্মাণ কাজ কিছুটা বাকি রয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন আজ শনিবারের মধ্যেই সব গুছিয়ে আনা হবে। সবাই নিজেদের স্টল সাজানোর কাজে ব্যস্ত। কারো কথা বলার সময় নেই। মেলা আয়োজক কমিটির সচিব আবু হেনা মুর্শেদ জামান জানিয়েছেন, আমাদের মেলায় সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। বাকি কাজ আজকালের মধ্যে শেষ হয়ে যাবে। এখন প্যাভিলিয়ন নির্মাণ ও সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে।
×