ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা শিবিরে ডিপথেরিয়া॥ ব্রিটিশ টিম এসেছে

প্রকাশিত: ০৫:০৬, ৩০ ডিসেম্বর ২০১৭

রোহিঙ্গা শিবিরে ডিপথেরিয়া॥ ব্রিটিশ টিম এসেছে

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়া ডিপথেরিয়া মোকাবেলায় একটি ব্রিটিশ ইমারজেন্সি মেডিক্যাল টিম (ইএমটি) বাংলাদেশে এসেছে। রোহিঙ্গা শিশুর জীবন রক্ষায় বাংলাদেশ সরকারকে সহায়তার লক্ষ্যে এই টিমে চিকিৎসক, নার্স ও অগ্নি নির্বাপক কর্মী সংবলিত ৪০ জনের সদস্য রয়েছেন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ইএমটির কিছু মেডিক্যাল সদস্য শুক্রবার থেকে আসা শুরু করেছেন। শীঘ্রই টিমের বাকি সদস্যরা এসে যোগ দেবেন। বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাসে প্রায় ২ হাজার শিশু আক্রান্ত হওয়ার ঘটনা এবং ২২ জনের মৃত্যুর পর বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে ব্রিটিশ ইএমটি এগিয়ে আসে। ইএমটি কক্সবাজারে স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করবে এবং ছয় সপ্তাহ স্বাস্থ্য সেবা দেবে। এতে ন্যাশনাল হেলথ সার্ভিসের ডাক্তার, নার্স, চিকিৎসাকর্মী ও এপিডেমিওলজিস্টসহ ৪০ জনের বেশি স্বাস্থ্যকর্মী মরণঘাতী ডিপথেরিয়া থেকে জীবন রক্ষায় চিকিৎসা সেবা প্রদান করবে।
×