ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল

প্রকাশিত: ০৫:০৩, ৩০ ডিসেম্বর ২০১৭

আজ প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল

স্টাফ রিপোর্টার ॥ আজ একই দিনে প্রকাশ হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তরের পর দুপুর ১টায় প্রাথমিক ও ইবতেদায়ি এবং এক ঘণ্টা পর ২টায় জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করবে স্ব স্ব মন্ত্রণালয়। সকালে রীতি অনুসারে প্রধানমন্ত্রী কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও ইবেতেদায়ির ফলের কপি হস্তান্তর করবেন প্রাথমিক শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এরপর দুপুর একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এর পরপরই সারাদেশের মানুষ ফল জানতে পারবেন। প্রাথমিক সমাপনীতে এবার অংশ নিয়েছে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন। এদিকে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলের কপি হস্তান্তরের পর দুুপুর ২টায় সচিবালয়ে জেএসসি ও জেডিসির ফল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া সকালে প্রধানমন্ত্রী নতুন বছরের বই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন। এবছর পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। ফল জানা যাবে যেভাবে ॥ প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ির ফল www.dpe.gov.bd এবং থেকে পাওয়া যাবে। এছাড়াও যে কোন মোবাইল থেকে উচঊ লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ তে পাঠালে ফল পাওয়া যাবে। আর ইবতেদায়ির ফলের জন্য ঊইঞ স্পেস শিক্ষার্থীর আইডি নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল পাওয়া যাবে। জেএসসি- জেডিসির ফল www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে মিলবে। মোবাইলে ফল পেতে JSC/ JDC লিখে স্পেস দিয়ে বোর্ড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে এসএম করলেও ফল পাওয়া যাবে।
×