ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কয়েন জমিয়ে বিএমডব্লিউ

প্রকাশিত: ০৫:০০, ৩০ ডিসেম্বর ২০১৭

কয়েন জমিয়ে বিএমডব্লিউ

শুধু কয়েন জমিয়ে সেই টাকা দিয়ে বিএমডব্লিউ কিনেছেন চীনের এক ব্যবসায়ী। কয়েক বছর ধরে ওই ব্যবসায়ী কয়েন জমা করেন। এরপর সেগুলো বাক্সবন্দী করে সোজা চলে যান গাড়ির দোকানে। সেখানে ৪৫ হাজার পাউন্ড ব্যয় করে কেনেন একটি ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ। দেশটির ফুজিয়ান প্রদেশের গাড়ির দোকানের সেলস ম্যানেজার জু বলেন, তিনি পাইকারি ব্যবসায়ী। গাড়ি ক্রয়ের পর প্রথম কিস্তির অর্থ কয়েনে পরিশোধ করবেন বলে আমাদের জানান। তাও আবার প্রতিটা ৫ ইয়ানের কয়েন। এ কথা ঠিক, তিনি দীর্ঘদিন ধরে ওই কয়েনগুলো জমা করেছেন। সব মিলে ৭০ হাজার ইয়ান হবে। গাড়ির প্রথম কিস্তি ৭ হাজার ৯৫৪ পাউন্ড শেষমেশ এই কয়েন দিয়েই শোধ করেন তিনি।১০টি বাক্সের মধ্যে থাকা কয়েনগুলো ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নিয়ে আসেন দোকানের কয়েকজন কর্মচারী। এরপর সেগুলো দোকানের মেঝেতে ঢালা হয়। সেলসম্যানদের একটা গ্রুপ কয়েনগুলো কয়েক ঘণ্টায় গুণে শেষ করে।- ডেইলি মেইল
×