ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাতেহা-ই-ইয়াজদাহম আজ॥ সারাদেশে কর্মসূচী

প্রকাশিত: ০৪:৫৪, ৩০ ডিসেম্বর ২০১৭

ফাতেহা-ই-ইয়াজদাহম আজ॥ সারাদেশে কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ শনিবার। যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপনের কর্মসূচী নেয়া হয়েছে। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গাউসুল আযম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত। আরবী ৫৬১ হিজরীর ১১ রবিউস সানি মুসলমানদের কাছে বড়পীর হিসেবে খ্যাত আব্দুল কাদের জিলানী মৃত্যুবরণ করেন। হজরত আবদুল কাদের জিলানী (র) ৪৭০ হিজরিতে ইরাকের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবা সায়েদ আবু সালেহ (র) একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। মা উম্মুল খায়ের ফাতেমা (র) ছিলেন একজন বিদুষী নারী। ছোটবেলা থেকেই তিনি মায়ের কাছে পবিত্র কোরআনের আঠারো পারা পর্যন্ত মুখস্ত করেন। অল্প বয়সেই সমস্ত কোরআন তিনি মুখস্ত করতে সক্ষম হন। বাবার কাছে অনুপ্রাণিত হন সুফিবাদের আদর্শে। বাবার মৃত্যুর পর ১৮ বছর বয়সে তৎকালীন মুসলিম দর্শনের বিদ্যাপীঠ মাদ্রাসায়ে নিজামিয়াতে ভর্তি হয়ে উচ্চশিক্ষা লাভ করেন। ৯১ বছর বয়সে মৃতু্যুর আগ পর্যন্ত ইসলাম প্রচার ও প্রসারে নিয়োজিত ছিলেন। ইসলামী চিন্তাবিদদের মতে, ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারো-এর ফাতেহা শরিফকে বোঝায়। এই পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম শরিফ ইমামুল আউলিয়া পীরানে পীর গাউসুল আযম দস্তগীর হজরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানি (র)-এর স্মরণে পালিত হয়। তবে ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করা নিয়ে মুসলমানদের মধ্যে মতবিরোধ রয়েছে। আলেম সমাজের অনেকেই একে বিদাত বলে উল্লেখ করে দিবসটি পালন থেকে বিরত থাকেন। এদিকে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ফাতেহা-ই ইয়াজদাহম পালনের কর্মসূচী নেয়া হয়েছে সরকারী বেসরকারী সংগঠনের পক্ষ থেকে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এর গুরুত্ব তুলে ধরে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।
×