ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খানা-খন্দ ঢাকার চেষ্টা রাসিকের

রাজশাহীতে বেহাল নগর সড়ক

প্রকাশিত: ০৪:২৮, ৩০ ডিসেম্বর ২০১৭

রাজশাহীতে বেহাল নগর সড়ক

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ পরিচ্ছন্ন শহর হিসেবে খ্যাত রাজশাহী নগরীর সব সড়কই এখন এলোমেলো। দীর্ঘদিন সংস্কার না করায় খানা-খন্দকে পরিণত হয়েছে প্রধান সড়ক ছাড়াও পাড়ার সব অলিগলি পথ। মহানগরীর সবকটি ওয়ার্ডের ছোটবড় অনেক রাস্তা এখন বেহাল দশা। রাস্তাগুলোর কার্পেটিং উঠে গেছে। অনেক রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু ওয়ার্ডের ছোট রাস্তাগুলোই নয়। হাইওয়ে রাস্তাগুলোর অনেক জায়গা নষ্ট হয়ে গেছে। কোন কোন এলাকায় বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচলও। এ অবস্থায় মানরক্ষায় সিটি কর্পোরেশন সংস্কার কাজ শুরু করলেও তা হচ্ছে অত্যন্ত নিম্ন মানের। কোন রকমে রাবিস ফেলে ঢেকে দেয়া হচ্ছে এসব সড়ক। এতে নাগরিক দুর্ভোগ আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে রাজশাহী রেল স্টেশন থেকে তালাইমারী পর্যন্ত রাস্তাটির খানা-খন্দকে ভরা। রাস্তাটির অবস্থা এত বেশি খারাপ যে দুই লেনের একটি দিয়ে গাড়ি চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তাটি দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি এসব রাস্তার মেরামতের কাজ শুরু হবে। এর অংশ হিসেবে নগরের রেলস্টেশনের সামনে সংস্কার কাজ করা হয়। তবে সে কাজ করা হচ্ছে নিম্নমানের রাবিস দিয়ে। নিম্নমানের রাবিস দিয়ে এ সড়কের সংস্কার কাজ করায় যানবাহন চালকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তড়িঘড়ি করে ওই রাস্তায় রাবিস ফেলা হচ্ছে কোন রকমে খানা-খন্দ ঢেকে দেয়ার জন্য। সম্প্রতি এসব সড়ক পরিদর্শনও করেছেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। খোঁজ নিয়ে জানা গেছে নগরবাসীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো রাজশাহী রেলস্টেশন থেকে তালাইমারী সড়ক। রাসিকের প্রকৌশল বিভাগ জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে রাস্তাটি মেরামতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রাসিক। এর অংশ হিসেবে রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হয়েছে। জানা গেছে, চলতি ডিসেম্বরের মধ্যে মহানগরীর সব রাস্তায় কার্পেটিং-এর কাজ শুরুর উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। দুইটি প্যাকেজে মোট ৬০ কোটি টাকার এ কাজ হবে। রাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, ৬০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৩০টি ওয়ার্ডে নষ্ট হয়ে যাওয়া রাস্তাগুলোর মেরামত করা হবে। সেই সঙ্গে কিছু ড্রেনও নির্মাণ করা হবে ওয়ার্ডগুলোতে। দুইটি প্যাকেজে কাজটি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। প্রথমে এক থেকে ১৫ নং ও ২৭ নং ওয়ার্ডের কাজ শেষ করা হবে। এরপরে ১৬ থেকে ২৬ নম্বর এবং ২৮ থেকে ৩০ নম্বর ওয়ার্ডের কাজ করা হবে। সম্প্রতি সংস্কার কাজ শুরু হলেও তা কেবল লোক দেখানোর দায়সারা কাজ চলছে। নি¤œমানের রাবিস/খোয়া দিয়ে কোন রকমে খানা-খন্দক ভরে দেয়া হচ্ছে। রাজশাহী মহানগরীর রেলস্টেশন থেকে তালাইমারী প্রধান সড়কটি সবচেয়ে নাজুক পরিস্থিতির মধ্যে পড়েছে। পুরো সড়কটি এখন যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রেলস্টেশন সংলগ্ন এলাকায় মূল সড়কে কাদাপানি জমে একাকার হওয়ায় একসাইডে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন আগেই। নগরীর রেলস্টেশন সংলগ্ন শিরইল এলাকায় গিয়ে দেখা গেছে পুরো সড়কটি কাদাপানি আর খানা-খন্দে ভরা। একদিকের সড়ক বন্ধ হয়ে গেছে। দুই লেনের এ সড়কটি এখন একলেনে পরিণত হয়েছে। এ কারণে তীব্র হচ্ছে প্রতিনিয়ত যানজট। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, নগরীর রাস্তাগুলো মেরামত করা জরুরী হয়ে পড়েছে। সে কারণে এ কাজটির উপরে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই পর্যায়ক্রমে রাজশাহী মহানগরীর সব রাস্তা মেরামত কাজ শুরু হবে। জানুয়ারির মধ্যেই নগরবাসীকে চলাচলের জন্য সুন্দর রাস্তা উপহার দিতে পারব বলে জানান তিনি।
×