ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নতুন বছরে সুরাঞ্জলির উপহার

প্রকাশিত: ০৪:০৬, ৩০ ডিসেম্বর ২০১৭

নতুন বছরে সুরাঞ্জলির উপহার

স্টাফ রিপোর্টার ॥ বিদায়ের দ্বারপ্রান্তে ২০১৭। আসছে নববর্ষ ২০১৮। নতুন বছরে সঙ্গীতাঙ্গনে নতুন নতুন গানের এ্যালবাম ও চমৎকার ভিডিও প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সুরাঞ্জলি। প্রতিষ্ঠানের কর্ণধার কাইয়ুম জানান আগামী নববর্ষের শুরুতে বেশ কিছু নতুন এ্যালবাম ও একক গানের ভিডিও রিলিজ করতে যাচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় বছরের শুরুতে অন্তত ৫টি গানের ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন তারা। এর মধ্যে রয়েছে ‘ও মাঝি’ শিরোনামের একটি গান। আশরাফুল হক তুরনের কথায় আবিদ রনির সুর-সঙ্গীতে কনা ও হৃদয় জে জের কণ্ঠে ‘ও মাঝি’ গানটির ভিডিও রিলিজ হচ্ছে সুরাঞ্জলীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। শাওন গানওয়ালার কণ্ঠে ‘তুমি‘। গানটি লিখেছেন আতাউর রহমান খান এবং সুর-সঙ্গীত করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলাল খান। ‘কে আমারে প্রেম শিখাইয়া’ প্রতিশ্রুতিশীল শিল্পী শাকিল আহমেদের কণ্ঠে আশরাফুল হক তুরনের কথা এবং আবিদ রনির সুমধুর সুর-সঙ্গীতে প্রেম উদাসী গান ‘কে আমারে প্রেম শিখাইয়া’। একটি গানের ভিডিওটি দর্শক-শ্রোতারা সুরাঞ্জলীর ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই দেখতে পাবেন। ‘ভালবাসা দাও’ গানটির ভিডিও খুব শীঘ্রই সুরাঞ্জলীর ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। সজীব শাহরিয়ারের কথা এবং রেজওয়ান শেখের সুর-সঙ্গীতে তৌসিফের ‘ভালবাসা দাও’ গানটির অডিও দর্শক শ্রোতারা বেশ ভালভাবেই গ্রহণ করে। এবার এর ভিডিও দেখবেন দর্শকরা। ‘অচিনপুর’। স্বনামধন্য কণ্ঠশিল্পী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলালা খানের অন্যতম গান ‘অচিনপুর।’ ডুয়েট এই গানটি ইতোমধ্যে অডিও বাজারে ঝড় তোলার পর ভিডিও আকারে আসছে। শীঘ্রই সুরাঞ্জলীর ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পাবে। গানটিতে বেলাল খানের সঙ্গে ডুয়েট কণ্ঠ দিয়েছেন নদী। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সঙ্গীতায়োজন করেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জে কে।
×