ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিধবাদের চেক বিতরণ

প্রকাশিত: ০৩:৪২, ৩০ ডিসেম্বর ২০১৭

বিধবাদের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে ১৯৭১ সালে গণহত্যার শিকার পরিবারের বিধবাদের মাঝে কম্বল, ঢেউটিন ও তিনহাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। হাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২১ পরিবারকে ৩ হাজার টাকার চেক ও ঢেউটিন এবং ৩৫০ পরিবারকে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, পিআইও ফিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার প্রমুখ। ফ্রি স্বাস্থ্য ক্যাম্প স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বে-সরকারী উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের আয়োজনে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় শুক্রবার সলিমপুর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়েছে। ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএইচ এ্যান্ড এফপিও ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এফ এ আসমা খান। নিউএরা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মেডিক্যাল কলেজের (গাইনী) বিশেষজ্ঞ মনিরা নাজনীন, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়ক (অব) এম এ কাদের।
×