ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার তৃণমূলের শিক্ষাব্যবস্থাও ডিজিটাল করছে ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৩:৪১, ৩০ ডিসেম্বর ২০১৭

সরকার তৃণমূলের শিক্ষাব্যবস্থাও ডিজিটাল করছে ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৯ ডিসেম্বর ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততই উন্নত। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের শিক্ষাব্যবস্থাকেও ডিজিটাল করছে। বিদ্যালয়ে মাল্টি মিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়া হচ্ছে। আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে। শিল্পমন্ত্রী বলেন, পদ্মাসেতু ও পায়রা বন্দর হওয়ার পরে দক্ষিণাঞ্চল একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। এজন্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার দিকে ঝুঁকতে হবে। শুক্রবার বেলা ১২টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের কোন উন্নয়ন করেনি। এজন্য আমরা পিছিয়ে ছিলাম। স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথাউঁচু করে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ মিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে উত্তরীয় ও কোট পিন পরিয়ে দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম। এ সময় শিল্পমন্ত্রী উপজেলার ৯৬টি বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ ও একটি করে প্রজেক্টর বিতরণ করেন। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন ছাইয়াদুজ্জামান। অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস লস্কর উপস্থিত ছিলেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল বস্তিতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের একলাখ ৯০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে খাসমহল বস্তি এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ১৯ জনের প্রত্যেককে ১০ হাজার করে টাকা তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তাদের গৃহনির্মাণসহ সকল সহায়তা প্রদানের আশ্বাস দেন শিল্পমন্ত্রী।
×