ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে ৫৭৭ প্রাইমারী স্কুল চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে

প্রকাশিত: ০৩:৪০, ৩০ ডিসেম্বর ২০১৭

সিরাজগঞ্জে ৫৭৭ প্রাইমারী স্কুল চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে

বাবু ইসলাম, সিরাজগঞ্জ ॥ জেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫৭৭ টি প্রধান শিক্ষক ও ৩৩২টি সহকারী শিক্ষকের পদ শূন্য । দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় কোমলমতি শিশুদের পড়ালেখা ব্যাহত হচ্ছে । এতে বিপাকে পড়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট সচেতন মহল। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কাজিপুরে ৯১, বেলকুচিতে ৬০, চৌহালিতে ৪৭, শাহজাদপুরে ৯৩, উল্লাপাড়াতে ৭৫, রায়গঞ্জে ৭২, তাড়াশে ৫৬, কামারখন্দে ২১ এবং সিরাজগঞ্জ সদরে ৬২ প্রধান শিক্ষকের পদ ছাড়াও কাজিপুরে ১০১, বেলকুচিতে ৩৩, চৌহালিতে ৫৩, শাহজাদপুরে ৪৫, উল্লাপাড়াতে ১৯, রায়গঞ্জে ৫, তাড়াশে ১৬, কামারখন্দে ২৫ এবং সিরাজগঞ্জে ৩৫ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়গুলোর কার্যক্রম। যে কারণে একদিকে যেমন ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে অপরদিকে বিভিন্ন দাফতরিক কাজ করতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ তাদের ক্লাস নিতেও সমস্যায় পড়েছেন। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবিহীন বিদ্যালয়ের তালিকা তৈরি করে প্রতিমাসেই উর্ধতন কর্তৃপক্ষকে প্রতিবেদন প্রেরণ করা হয়। আশা করছি, দ্রুত মন্ত্রণালয় শূন্য পদগুলো পূরণের ব্যবস্থা নেবে ।
×