ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টির ১ম ম্যাচেও জয় নিউজিল্যান্ডের

প্রকাশিত: ২৩:২৩, ২৯ ডিসেম্বর ২০১৭

টি-টোয়েন্টির ১ম ম্যাচেও জয় নিউজিল্যান্ডের

অনলাইন ডেস্ক ॥ ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যধাকা প্রথম টি-টোয়েন্টির ম্যাচে ৪৭ রানে জয় পেয়েছে নিউজিল্যন্ড। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড।টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিং করে ২০ ওভার খেলে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে করে ১৮৭ রান । লক্ষটা বেশ বড়ই ছিল, ১৮৮ রানের।ক্রিস গেইল থেকে শুরু করে আন্দ্রে ফ্লেচার, কার্লোস ব্রেথওয়েট-সবাই দিলেন ব্যর্থতার পরিচয়। এক ওভার বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে গেছে ১৪০ রানে। ব্যাটিং ব্যর্থতার দিনে ২৭ রান করেই দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক ফ্লেচার। এই রান করতেও তিনি খরচ করেছেন ২৫টি বল। শুরু করে ছন্দটা ধরে রাখতে পারেননি গেইল। ৮ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার। আরেক ওপেনার চ্যাডউইক ওয়ালটন করেছেন ৭ রান। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে কার্লোস ব্রেথওয়েটের ১৪ বলে ২১, জেরম টেলরের ১০ বলে ২০ আর অ্যাশলি নার্সের ৮ বলে হার না মানা ২০ রান পরাজয়ের ব্যবধানটাই যা একটু কমিয়েছে। নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি আর অভিষিক্ত স্যাথ রেন্স। ডগ ব্রেসওয়েল ২টি এবং মিচেল স্যান্টনার আর ইশ সোধি নিয়েছেন একটি করে উইকেট। এর আগে, ব্যাট করতে নেমে কলিন মুনরো আর গ্লেন ফিলিপসের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ১৮৭ রান তুলে নিউজিল্যান্ড। মুনরো ৩৭ বলে করেন ৫৩ রান। ৪০ বলে ৫৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন ফিলিপস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন জেরম টেলর আর ক্রেইগ ব্রেথওয়েট। একটি করে শিকার স্যামুয়েল বদ্রি, অ্যাশলি নার্স আর কেসরিক উইলিয়ামসের।
×