ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএল ফুটবল

রাসেল-বিজেএমসি ম্যাচ ড্র

প্রকাশিত: ০৮:৪১, ২৯ ডিসেম্বর ২০১৭

রাসেল-বিজেএমসি ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড বনাম টিম বিজেএমসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট এই ম্যাচে কেউই জেতেনি, আবার কেউ হারেওনি। নাটকীয় ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। প্রথম লেগে শেখ রাসেল জিতেছিল ১-০ গোলে। নিজেদের ঊনবিংশ ম্যাচে এটা ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত রাসেলের সপ্তম ড্র। ২৫ পয়েন্ট তাদের। পয়েন্ট টেবিলে অবস্থান ষষ্ঠ। পক্ষান্তরে সমান ম্যাচে এটা পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন বিজেএমসির ষষ্ঠ ড্র। পয়েন্ট ১৮। অবস্থান রাসেলের ঠিক নিচেই। দু’দলেরই অবস্থান আগের মতোই রয়ে গেল পয়েন্ট টেবিলে। খেলার শুরুতে দু’দলই খেলে ৪-৪-২ ফর্মেশনে। ৬ মিনিটে পেনাল্টি থেকে নাইজিরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে ওশিওখার গোলে এগিয়ে যায় বিজেএমসি (১-০)। লীগে এটা তার ব্যক্তিগত অষ্টম গোল, যা নিজ দলের মধ্যে সর্বোচ্চ। ২৮ মিনিটে সমতায় ফেরে একবারের লীগ চ্যাম্পিয়ন রাসেল। সতীর্থ মিডফিল্ডার খালেকুজ্জামানের পাস থেকে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন রাসেলের মিসরীয় ফরোয়ার্ড জ্যাকি সারহান (১-১)। লীগে এটা তার ব্যক্তিগত চতুর্থ গোল। ৮০ মিনিটে লিড নেয় রাসেল। ডি-বক্সের ঠিক বাইরে থেকে অধিনায়ক মিডফিল্ডার মোনায়েম খান রাজুর দূরপাল্লার শট বিজেএমসির পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বলে শট মেরে বল জালে জড়ান বদলি হাইতিয়ান ফরোয়ার্ড ফ্রাঙ্কোয়িস জ্যাকুয়িস (২-১)। ৮৯ মিনিটে সমতায় ফেরে ‘সোনালী আঁশের দল’ খ্যাত বিজেএমসি। বক্সের বাঁ প্রান্ত দিয়ে উড়ন্ত ক্রস করেন বদলি ফরোয়ার্ড মোঃ শরীফুল। সেই ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে বিজেএমসিকে আনন্দের উপলক্ষ এনে দেন ফরোয়ার্ড পাশবন মোল্লা (২-২)।
×