ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোহাম্মদ বাশারের দুটি কবিতা

প্রকাশিত: ০৬:২৮, ২৯ ডিসেম্বর ২০১৭

মোহাম্মদ বাশারের দুটি কবিতা

নির্বাসন-১ সন্ধ্যে নেমে এলে তুমিও ওমুখো হও, হেঁটে যাও কিছুটা, তারপর হয়তবা কিছুটা পথ হুডখোলা রিক্সায়। বিপণি বিতানের কাছ ঘেঁষা মানুষেরাও ওখানে যায়, কারো কারো চোখে তোমার চোখ, কারো কারো চোখ তোমার চোখে। অতঃপর তুমি যেপথ মুখো হও সে পথ সবার অজ্ঞাত; ফিরে আসার সময় সবাই চেনা পথে ফিরে আসে, তুমিই শুধু অচেনা বাড়িতে রয়ে যাও একাকী, নির্বাসিত। নির্বাসন-২ বাসস্টপে বসে আছো একা; এই হলদে আলোর শহরে তোমার নীলাভ নির্বাসন, ঘরেইবা কে আছে অপেক্ষায়? জানালায় ছোঁ মারে সলাজ মেঘের ডানায় ভর করা বাতাস। রঙিন জলে ভেসে ওঠে বুদ্বুদ, সন্ধ্যের অন্ধকারে এক ঝাঁক জোনাকী ও কিশোর হেঁটে যায় দূরের পথ পাশাপাশি, পাশাপাশি...
×