ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০১৭ সালের নারী

প্রকাশিত: ০৬:০৩, ২৯ ডিসেম্বর ২০১৭

২০১৭ সালের নারী

সাফল্য আর ব্যর্থতার মিছিলে ২০১৭ সালে নারীর বছর পার করার এক অনন্য কালপর্ব। অনেক অর্জনে যেমন নারীর দীপ্ত শিখা প্রজ্বলিত হয়েছে একইভাবে বিসর্জনের করুণ আর্তিতেও সময়ের আঙিনা রক্তাক্ত আর ক্ষতবিক্ষত অবস্থায় পৌঁছেছে। আনন্দ আর বিষাদে ভরা সারা বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির ঘটনাপ্রবাহ নিয়ে লিখেছেন- পপি দেবী থাপা শুরু হতে যাচ্ছে নতুন এক বছর। সৌরজাগতিক নিয়মের গতিধারায় পৃথিবী আবারও, তার পরিক্রমার ৩৬৫ দিন পূর্ণ করতে চলেছে। দিনপঞ্জিকা নতুন সাজে ২০১৮ এর প্রতিটি দিন, সময়কে বরণের জন্য তৈরি। কিন্তু নারী সমাজের জন্য কেমন ছিল ২০১৭ সাল? নারীদের প্রাপ্তি অথবা অপ্রাপ্তি ছিল কতটা? এ বছর বাঙালী নারীর সাফল্য, পাওয়া না পাওয়া, নারী শক্তির উত্থান-পতন এমনকি যাদের হারিয়েছি আবার যারা নারী শক্তির মডেল হিসেবে ইতিহাসে যুক্ত হয়েছে তথা বিশ্বব্যাপী ২০১৭ সালে নারীর অবস্থান নিয়ে- ২০১৭ এর নারী বর্ষপরিক্রমা। বাঙালী নারীর ইতিহাসে ২০১৭ সাল গৌরবের। এ বছরই বিশ্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ হয়েছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ-২০১৭-এর তথ্য অনুসারে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশে নারী বৈষ্যমের হার সবচেয়ে কম। এ তথ্য অনুসারে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৭ নম্বরে। এ বছরের ইনডেক্স তৈরি করা হয়েছে চারটি বিষয়ের ওপর ভিত্তি করে-অর্থনৈতিক কর্মকা-ে নারীর অংশগ্রহণ ও অংশগ্রহণের সুযোগ, শিক্ষাবিষয়ক অর্জন, স্বাস্থ্য ও মৃত্যুর হার এবং রাজনৈতিক ক্ষমতায়ন। যা নারীর উত্তরণকেই প্রমাণ করে। প্রতিটি ক্ষেত্রে নারীর অবস্থান দৃঢ়। ২০১৭ সালে সফলতায় দেশ, তথা বহির্বিশ্বে এদেশের নারী তার দৃঢ় অবস্থান বজায় রেখেছে। যার উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাবিশ্বে যার মানবতার জয়জয়কার। নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের পাশে তার অবস্থান প্রশংসনীয়। আন্তর্জাতিক তথা প্রতিবেশী দেশের সঙ্গে ভাতৃত্বের বন্ধনের এক বিরল দৃষ্টান্ত তিনি।এ বছরই টাইস্ অব লন্ডন তাকে দিয়েছে মাদার অব হিউম্যানিটি খেতাব। যা এ দেশের ইতিহাসে এক গৌরবময় প্রাপ্তি। এবং তাঁর সুদৃঢ়, ও সুকৌশলী রাষ্ট্র পরিচালনার জন্য এ বছরই পিপলস্ এ্যান্ড পলিটিক্স নামক এক এ্যাসোসিয়েশন ১৭৩টি দেশের মধ্যে তাঁকে তৃতীয় দুর্নীতিমুক্ত রাষ্ট্রপ্রধান হিসেবে আখ্যায়িত করেছেন। ফোর্বস প্রকাশিত বিশ্বে প্রভাবশালী নারী হিসেবে তার অবস্থান ৩০তম। যা দেশে নারী সফল্যের অবিস্মরণীয় প্রাপ্তি। শুধুমাত্র দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নয় বহির্বিশ্বেও রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশী নারীরা। এ বছরই দ্বিতীয় মেয়াদে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকী। তিনি ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড এ্যান্ড কিলবার্ন আসনের প্রতিনিধিত্ব করছেন এবং ব্রিটিশ সরকারের ছায়ামন্ত্রী হিসেবে আছেন। এছাড়াও ব্রিটিশ পার্র্লামেন্টে উত্তর পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল এ্যান্ড এ্যাকটন আসনে লেবার পার্টি থেকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত রুপা হক। এবং তৃতীয়বারের মতো লন্ডনের বেথনান গ্রিন এ্যান্ড বো আসনে এমপি নির্বাচিত হয়েছেন বাংলদেশী বংশোদ্ভূত রুশনারা আলী। এ বছরের জুন মাসে আর এক মানবতাবাদী বাঙালী নারী, বাংলাদেশ অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডারবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারর্সন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অটিজম ডিজঅর্ডার বিষয়ে বিশ্বখ্যাত চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত হয়েছেন। এবং জুন মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাঁকে দুই বছরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়। এ বছর বৈজ্ঞানিক প্রযুক্তি আবিষ্কারেও এগিয়ে আছে বাঙালী নারী। মহাকাশে সহজে ব্যবহার করা যাবে এমন ছোট ও যুগান্তকারী প্রযুক্তির যন্ত্র আবিষ্কারের জন্য নাসাতে কর্মরত বাংলদেশী বিজ্ঞানী মাহমুদা সুলতানা জিতে নিয়েছেন ২০১৭ সালের নাসার সেরা উদ্ভাবন পুরস্কার। বাংলাদেশী বিজ্ঞানী ডাঃ সায়েবা আক্তার নারীর মৃত্যু এড়াতে তার উদ্ভাবিত ‘সায়েবাস মেথড’ নিয়ে আলোচনায় আসেন এ বছর। তার এই অবদান আড়ালে ছিল দীর্ঘদিন। তার উদ্ভাবিত পদ্ধতির কৃতিত্ব এক কেনীয় নাগরিক দাবি করায় বিষয়টি সামনে আসে। বাল্যবিয়ে প্রতিরোধে সাহসী ভূমিকার জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ‘ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ’ পুরস্কার লাভ করেণ শারমীন আক্তার। হস্তশিল্পে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সোনা রানী রায়ের সেলাইকৃত নকশীকাঁথা স্পেনে আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় ‘সেরা তালিকায় স্থান পেয়েছে। সোনা রানীর ‘হোয়াইট অন হোয়াইট ময়ূর’ নামে নকশীকাঁথাটি স্পেনের লোয়েভে ক্রাফট প্রাইজের জন্য মনোনীত হয়েছে। এর আয়োজক- বিশ্বখ্যাত লোয়েভে ফাউন্ডেশন। ভার্কে ‘গ্লোবাল টিচার প্রাইজ’ এর জন্য ১৭৯টি দেশের ২০ হাজার প্রার্থীর মধ্যে সেরা ৫০ এ ঠাঁই করে নেন বাংলাদেশের শিক্ষিকা শাহনাজ পারভীন। এ বছর ক্রীড়াঙ্গনেও এগিয়ে রয়েছে মহিলারা। ২৪ ডিসেম্বরে ১-০ গোলে ভারতকে হারিয়ে সাফ অনুর্ধ ১৫ মহিলা চ্যাম্পিয়ানশিপের শিরোপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন আয়োজিত ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০১৭ তে স্বর্ণ ও রৌপ্য পদক জয় করেন হীরামণি ও বন্যা আক্তার। জাতীয় এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬ষ্ঠ বারের মতো দ্রুততম মানবী হয়েছেন বাংলদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। তিনি মহিলা বিভাগে ১২.৬২৬ সেকেন্ড সময়ে সকলকে পেছনে ফেলে জয়ের এ খেতাব অর্জন করেন। বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বৈমনিক হিসাবে যাচ্ছেন নাইমা হক ও তামান্না-ই-লুৎফী। এ বছরের ৭ ডিসেম্বর তারা কঙ্গোর উদ্দেশ্যে রওনা করেন। এবারও পুলিশ সপ্তাহ-২০১৭ এ দ্বিতীয় বারের মতো নেতৃত্ব দিলেন প্রেসিডেন্ট পুলিশ পদক ও উইমেন লিডারশিপ এ্যাওয়ার্ড প্রাপ্ত এসপি শামসুন্নাহার। নারীদের মধ্যে ২০১৭ সালে একুশে পদক পেয়েছেন ভাষা আন্দোলনে অবদানের জন্য ভাষা সংগ্রামী অধ্যাপক ড. শরিফা খাতুন। নাটকে পেয়েছেন সারা জাকের আর শামীম আরা নীপা পেয়েছেন নৃত্যে। ২০১৭ সালে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন রাবেয়া খাতুন। রোকেয়া পদক পেয়েছেন মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভা রানী ত্রিপুরা, গ্রাম বিকাশ সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না, চিত্রশিল্পী সুরাইয়া রহমান ও সাংবাদিক মাহফুজ খাতুন বেবী মওদুদ (মরণোত্তর)। এ বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল-‘সবাইকে নিয়ে এক সঙ্গে চলি, নারী নির্যাতন প্রতিরোধ করি।’ প্রতিবছর ২৫ নবেম্বর বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়। ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০ নবেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন প্রায় ২২০ জন নারী। এর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৬ জনকে। গণধর্ষণের শিকার হয়েছেন ৬৬ জন। পুলিশ সদর দফতরের নথি অনুযায়ী চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে মোট ৪৩ হাজার ৭০৬টি মামলার রায় ঘোষণা করা হয়েছে এর মধ্যে প্রায় ৩৫ হাজার মামলার ১ লাখ আসামি খালাস পেয়েছেন আর ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন ৮৮.৩৫ শতাংশ আসামি। নারী নির্যাতন মামলায় আসামি খালাসের পরিমাণ ৯৫ শতাংশ। আবার বাংলাদেশ মহিলা পরিষদের এক পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম দশ মাসে ১ হাজার ৭৩৭টি ধর্ষণসহ নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ বছরের ২৫ আগস্ট গণধর্ষণ এবং বর্বর খুনের শিকার হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়ি গ্রামের মেয়ে ‘রূপা’। বগুড়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে ফেরার সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী চলন্ত বাসে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পৈশাচিক এ ঘটনা ঘটে। নারী ধর্ষণ ও নির্যাতনের এক ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে বগুরার যুবলীগ নেতা আবদুল মতিনের ছোট ভাই শ্রমিকলীগ নেতা, হত্যা, হত্যাচেষ্টা, মাদকব্যবসা ও চোরাচালান মামলার আসামি তুফান সরকার। এ বছরের ১৭ জুলাই এসএসসি পাস করা এক কিশোরীকে তার বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে সে। বিষয়টি জানাজানি হলে ঘটনার ১০ দিন পর ২৮ জুলাই তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন কাউন্সিলর রুমকিসহ একদল সন্ত্রাসী মা- মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের পর নাপিত দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। কিশোরীর মায়ের দায়ের করা মামলার অভিযোগ অনুসারে তার মেয়েকে ভাল কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে গত ১৭ জুলাই ও তারপরে কয়েকবার ধর্ষণ করে এ তুফান সরকার। এ ঘটনায় তুফান, তার স্ত্রী, বোনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। এ বছর নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যা মামলায় দেয়া রায়ের মধ্যে উল্লেখযোগ্য- ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে নরসিংদীর শিবপুরে এক নারীকে গণধর্ষণ ও হত্যার দায়ে সুলতান মিয়া ওরফে জামাই সুলতান (৩৫), শফিকুল ইসলাম শরীফ (৩২), ও ওসমান গণি (৩৪) কে আদালত ফাঁসির আদেশ দিয়েছে। আসামীদের স্বীকারোক্তিতে জানা যায় নিহত মাহমুদা আক্তার (২৮) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কিসমত আহমদাবাদ (চানপুর) গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে। এছাড়া ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগে পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী হত্যার আসামি তাঁদেরই সন্তান ঐশি রহমানের মামলার রায় প্রকাশ পায়। এ রায়ে তাকে মৃত্যুদন্ড- সাজা কমিয়ে যাবজ্জীবন ও ৫ হাজার টাকা জরিমানা করে হাইকোর্ট। রায়ের কারণ হিসেবে যে বিষয়গুলো বিবেচিত হয়েছে বলে আদালত জানায় তা হলো ঐশির বর্তমান বয়স ১৯ বছরের কম এবং ছোটবেলা থেকে বাবা-মায়ের আদর যত্নের অভাবে সে মানসিক বিকারগ্রস্ত। সে এ্যাজমা রোগে আক্রান্ত। মাদকাসক্ত। হত্যার দুইদিন পরে সে নিজেই আত্মসমর্পণ করে। এবং ঐশির পরিবার পরিজনের মধ্যে কারও ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজে নিযুক্ত বাংলাদেশী নারীদের নির্যাতিত হওয়ার ঘটনা আলোচনায় ছিল এ বছর। দেশে সমালোচনার ঝড় তুলেছেন ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ এর নির্বাচিত হওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’- জান্নাতুল নাঈম। প্রতিযোগিতার নিয়মানুসারে বিবাহিতরা কেউ মিস ওয়ার্ল্ডের মঞ্চে যেতে পারবেন না। কিন্তু খবরে প্রকাশ, জান্নাতুল নাঈম ২০১৩ সালের ২১ মার্চ বিয়ে করেন। এবং আড়াই মাস সংসারের পর তার ডিভোর্স হয়। এ বছর আলোচনায় এসেছেন চিত্র নায়িকা অপু বিশ্বাস। তার গোপন রাখা বিবাহের খবর এবং বিবাহ বিচ্ছেদের খবর আলোড়ন সৃষ্টি করে। এ বছরের ২৫ নবেম্বর আমরা হারিয়েছি একুশে পদক প্রাপ্ত নৃত্য গুরু মাতা রাহিজা খানম ঝুনুকে। তিনি একাডেমির অধ্যক্ষ ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এবং বাংলা একাডেমির ফেলো হিসেবে সম্মানিত হন। ২০১৭ সালে আন্তর্জাতিকক্ষেত্র সৌদি আরবের নারী জাগরণ পেয়েছে ব্যাপক সফলতা। তারা গাড়ি চালানোর পাশাপাশি মোটরসাইকেল ও ট্রাক চালানোর অনুমতি পেয়েছে। এছাড়াও সৌদি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে সৌদি আরবের রাস্তার বিভিন্ন চেক পয়েন্ট ও মাঠ পরিদর্শক হিসেবে নারীদের নিয়োগ দেয়া হবে। এ বছর বিশ্বব্যাপী নারী আন্দোলনের ঝড় তুলেছে ‘# গব ঞড়ড়’ মানে ‘আমিও’। বর্ডারের সীমারেখা আর দূরত্ব সবকিছুকে ছাপিয়ে বিশ্বের প্রতিটি প্রান্তের নারীদের একসূত্রে গেঁথেছে এ নারী আন্দোলন ‘মি টু’। যা জানান দিয়েছে লজ্জাটা নিপীড়িতের নয় নিপীড়কের। তারানা বুর্ফে নামক এক কৃষাঙ্গ নারী ২০০৭ সালে প্রথম এ আন্দোলন শুরু করেছিলেন। এবার শুরু করেন মার্কিন অভিনেত্রী এ্যালিসা মিলানো। হলিউডের মুভি মোগল হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁসের প্রতিক্রিয়ায় তার এ উদ্যোগ। যেখানে এ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে হাল আমলের অনেক অভিনেত্রীসহ সাধারণ নারীরাও তাদের যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। এ্যালিসা তার বন্ধুর দেয়া ‘যৌন নিপীড়ন বা হয়রানির শিকার নারীরা যদি তাদের স্ট্যাটাসে মি টু লেখেন তাহলে আমরা এই সমস্যার প্রকটতা সম্পর্কে মানুষকে একটা ধারণা দিতে পারব’- বার্তাটি ১৫ অক্টোবর রাতে টুইট করেন। ‘যারা যৌন নিপীড়ন বা হয়রানির শিকার হয়েছেন তারা মিটু লিখে টুইটের রিপ্লাই দিন’। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে লাখ লাখ নারীর মনের কোণে জমে থাকা যৌন নিপীড়নের ভয়াবহ কষ্ট প্রকাশ পায়। ২০১৭ সালে সারাবিশ্বে আলোচনা কিংবা সমালোচনার মধ্যমণি হয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী শান্তিতে নোবেলজয়ী আউং সান সুচি। এ বছর সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা নির্যাতন, ধর্ষণ, খুন ও গ্রাম ধ্বংসের সময় রোহিঙ্গা মুসলমানদের রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তিনি অভিযুক্ত হন। জর্জ মনবিও দ্য গার্ডিয়ানে তার লেখায় সুচির নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার জন্য চেঞ্জ ডট অর্গে একটি পিটিশনে সই করতে পাঠকদের অনুরোধ জানান এবং বলেন ‘পক্ষপাতিত্বই হোক বা ভয়েই হোক, সুচি অন্যদের স্বাধীনতার অধিকার অস্বীকার করছেন, যে স্বাধীনতা এক সময় তিান নিজের জন্য চেয়েছিলেন।’ শান্তিতে আর এক নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটুও সুচির নীরবতার সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি বলেন ‘হে আমার বোন, মিয়ানমারের রাজনৈতিক ক্ষমতার শিখরে পৌঁছানোই যদি তোমার নীরবতার কারণ হয়ে থাকে, তার জন্য সত্যিই বড় বেশি দাম দিতে হচ্ছে.... ন্যায়পরায়ণতার প্রতীক হয়ে ওঠা একজনের জন্য এমন একটি দেশের নেতৃত্ব দেয়া বেমানান।’ গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২০১৭ সালে শিশুদের জন্য লেখা ‘গুড নাইট স্টোরিজ ফর রেবেল গার্লস’ বইটি থেকে মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী আউং সান সুচির অধ্যায় বাদ দেয়ার দাবি তুলেছেন অভিভাবকরা। নতুন বছরে নির্যাতিত নারীশিশুরা তাদের ঘরে ফিরে যাবেন, ফিরে পাবেন অধিকার এ প্রত্যাশা আমাদের সবার। এ বছর রাজনীতির আলোচনা ও প্রশংসায় রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে। ২০১৬ সালের জুলাই মাসে ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করেন। এবং ২০১৭ সালে পুনর্নির্বাচনে বিজয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। ভাল-মন্দ প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়েই বিদায় নিচ্ছে ২০১৭। বছরের শেষপ্রান্তে দাঁড়িয়ে আমাদের অবশ্যই কৃতজ্ঞচিত্তে সম্মান জানাতে হবে তৃণমূলের সেই সব সংগ্রামী নারীদের, নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে যারা রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নারী জাগরণ, উন্নয়ন ও ক্ষমতায়নে ২০১৮ হয়ে উঠুক সফলতার আর এক নতুন বছর।
×