ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:০০, ২৯ ডিসেম্বর ২০১৭

নতুন গবেষণা

কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রযুক্তির হাত প্রায় পাঁচ বছর আগে এক দুর্ঘটনায় কনুই পর্যন্ত ডান হাত হারান জেসন বার্নস। তবে দমে যাননি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির হাত কাজে লাগিয়ে পিয়ানোতেও সুর তোলেন তিনি। কৃত্রিম হাতটি আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে সঙ্কেত বিনিময় করায় প্রতিটি আঙ্গুল নাড়ানো যায়। সূত্র : সায়েন্স ডেইলি নতুন সৌরজগত আমাদের সৌরজগতে যতগুলো গ্রহ আছে ঠিক তেমনটি আটটি গ্রহের একটি সৌরজগতের সন্ধান পেয়েছে নাসার কেপলার মহাকাশ টেলিস্কোপ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এ তথ্য নিশ্চিত করেছে নাসার বিজ্ঞানীরা। তারা জানান, ঐ গ্রহটি পৃথিবীর মতো একটি সৌরজগতের অংশ। কিন্তু নক্ষত্রের খুব কাছে হওয়ায় তাপমাত্রা অত্যধিক। তবে আমাদের পৃথিবীর মতোই এটি পাথুরে গ্রহ। এটিকে খুঁজতে গুগলের মাধ্যমে একটি যন্ত্র ব্যবহার করেছেন বিজ্ঞানীরা।
×