ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানসম্মত শিক্ষা অর্জনই এখন অগ্রাধিকার ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:৫১, ২৯ ডিসেম্বর ২০১৭

মানসম্মত শিক্ষা অর্জনই এখন অগ্রাধিকার ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানসম্মত শিক্ষা অর্জনই এখন আমাদের অগ্রাধিকার। গুণগত মানের শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে আমাদের নতুন প্রজন্মকে সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার রাজধানীর মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান, মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম, কলেজের উপদেষ্টা কর্নেল (অব) নুরুন নবী প্রমুখ। নবীন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্র গাজী আল ফাহাদ বিন রাইয়ান বক্তব্য রাখেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। এবার ২০১৮ শিক্ষাবর্ষে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই বিতরণ করা হবে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের ফলে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাও স্কুলে আসছে। সকল শিশুকে স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের নবীন প্রজন্মকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ তারাই ভবিষ্যতে দেশকে সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে এবং আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রম ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অবস্থান কর্মসূচী চলছে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের ॥ সরকারী অনুমোদনে কার্যক্রম চালানো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী পালন করেছেন ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার থেকে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের’ ব্যানারে এই কর্মসূচীতে দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, হাজারখানেক শিক্ষক জমায়েত হয়ে স্লোগান দিচ্ছেন। মাইকে কবিতা আবৃতির পাশাপাশি প্রতিবাদী গান গাইতেও দেখা যায় কয়েকজন শিক্ষককে। নিজেদের অভাব-অভিযোগ জানিয়ে বক্তব্য দিচ্ছেন কোন কোন শিক্ষক। মূল সড়কে শিক্ষকের অবস্থানের কারণে জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে যানবাহন চলাচলে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। নন-এমপিও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচীতে অংশ নিচ্ছেন। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনে সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে একটি আবেদন জমা দিয়েছি। প্রধানমন্ত্রীর একান্ত সচিব আমাদের আবেদন রিসিভ করেছেন। ডলার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী চালিয়ে যাব।
×