ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিজেকে নির্দোষ প্রমাণ করে আদালত থেকে খালাস নিয়ে আসুন ॥ খালেদাকে হানিফ

প্রকাশিত: ০৫:৫০, ২৯ ডিসেম্বর ২০১৭

নিজেকে নির্দোষ প্রমাণ করে আদালত থেকে খালাস নিয়ে আসুন ॥ খালেদাকে হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ কোন দেশের সাবেক প্রধানমন্ত্রী আদালতের রায়ে দন্ডিত হলে সেই দেশের ভাবমূর্তি নষ্ট হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আপনি (খালেদা জিয়া) সাবেক প্রধানমন্ত্রী। নিজেকে নির্দোষ প্রমাণ করে আদালত থেকে খালাস নিয়ে আসুন, এটা আমরাও চাই। দেশের কোন সাবেক প্রধানমন্ত্রী আদালতের রায়ে দন্ডিত হয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে; এটা আমরাও দেখতে চাই না। তবে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, এই আশঙ্কায় মামলার সময় নষ্ট করবেন, আর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে অভিযোগ করবেন, এটাও জনগণ দেখতে চায় না। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ রাষ্ট্রপ্রধান হিসেবে খালেদা জিয়া তৃতীয় অবস্থানে। এ খবরে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায়। আজকে বিএনপি নেতাদের বড় বড় কথা শুনে অবাক হই। যখন বেগম খালেদা জিয়ার পুত্রদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বিদেশে পাচার করে বিনিয়োগের খবর গণমাধ্যমে আসে, তখন খালেদা জিয়া মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। প্রধানমন্ত্রীকে পাঠানো উকিল নোটিস প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- ‘আন্তর্জাতিক মিডিয়া খবর দিয়েছে- বিএনপির নেত্রী ও তার পুত্র ১২ কোটি ডলার সৌদি আরবে বিনিয়োগ করেছেন। চুরি যে করল সেটা অপরাধ নয়, মিডিয়া প্রচার করেছে, সেটাও অপরাধ নয়। প্রধানমন্ত্রী কেন বললেন, সেটাই অপরাধ! একেই বলে চোরের মায়ের বড় গলা।’ আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
×