ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় নতুন ধান ওঠায় চাতালগুলো কর্মচঞ্চল হয়ে উঠেছে

প্রকাশিত: ০৫:২৪, ২৯ ডিসেম্বর ২০১৭

মাগুরায় নতুন ধান ওঠায় চাতালগুলো কর্মচঞ্চল হয়ে উঠেছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় নতুন আমন ধান উঠায় চাতালগুলো কর্মচঞ্চল হয়ে উঠেছে। ধানের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শ্রমিকরা ধান সিদ্ধ ও শুকনো, ভাঙ্গাতে ব্যস্ত হয়ে পড়েছেন। চাল ভর্তি গাড়ি বিভিন্ন বাজারে পাঠানো হচ্ছে। অনেক কৃষক তাদের সারা বছরের খাওয়ার চাল ভাঙ্গিয়ে রাখছেন। ধানের বাজারে তেজীভাব বিরাজ করায় কৃষক নায্যমূল্য পাচ্ছে। তারা ধান বিক্রি করে খরচ মিটিয়ে লাভবান হচ্ছে। জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে জেলার ৪টি উপজেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখায় ৪৫ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছিল। ধানের ভাল ফলন হয়েছে। বর্তমানে কৃষকরা ধান কাটা ও মাড়াই শেষ পর্যায়ে। জেলার বিভিন্ন হাট-বাজারে প্রতিমণ (৪০ কেজি) নতুন আমন ধান ৯০০ টাকা থেকে ১০৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে ধানের ব্যাপক আমদানির ফলে চাতালগুলি তাদের পূর্বের অবস্থায় ফিরে এসেছে।
×