ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী রবিবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ

প্রকাশিত: ০৫:১৮, ২৯ ডিসেম্বর ২০১৭

আগামী রবিবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ

ব্যাংক হলিডে উপলক্ষে আগামী রবিবার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে প্রতিবছর দেশের সকল ব্যাংকে লেনদেন বন্ধ থাকে। এদিন ব্যাংকগুলো নিজেদের সারাবছরের হিসাব মেলায়। তাই গ্রাহকদের সঙ্গে কোন লেনদেন করে না। আর এ কারণে সেদিন দেশের উভয় স্টক এক্সচেঞ্জেও লেনদেন বন্ধ থাকবে। তবে অফিসের কার্যক্রম চলবে বলে জানা গেছে। সোমবার থেকে যথাযথ নিয়মে লেনদেন চলবে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। -অর্থনৈতিক রিপোর্টার ফাইন ফুডের লেনদেন ব্যাংকের মাধ্যমে করার পরামর্শ শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডের বিক্রয়জনিত লেনদেন ব্যাংকের মাধ্যমে করার জন্য নিরীক্ষক পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে টাকা উত্তোলনের ক্ষেত্রেও একই পরামর্শ দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ফাইন ফুডের বিক্রয় ও এ বাবদ টাকা আদায়ের ক্ষেত্রে সঠিক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জন্য, নিরীক্ষক কোম্পানিটিকে ব্যাংকের মাধ্যমে টাকা জমার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে যেকোন টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে করার পরামর্শ দিয়েছেন। যা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর সেকশন ৩০(আই) ও (এম) পরিপালনে সহায়তা করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×