ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৈদেশিক মুদ্রাসহ দুই ভারতীয় গ্রেফতার

প্রকাশিত: ০৫:১১, ২৯ ডিসেম্বর ২০১৭

বৈদেশিক মুদ্রাসহ দুই ভারতীয় গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দারা। আটককৃতরা হচ্ছে বান্টি সনি ও রামেশ কুমার বারমা। বুধবার রাতে দোহাগামী ওই দুই যাত্রীর হাতব্যাগের ভেতর বিশেষভাবে পেপারে মোড়ানো অবস্থায় বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আটককৃতরা কিউআর-৬৩৫ ফ্লাইটে দোহা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নজরদারিতে রাখা হয়। ইমিগ্রেশন পরবর্তী সময়ে শুল্ক গোয়েন্দারা তাদের চ্যালেঞ্জ করে। প্রাথমিকভাবে তারা মুদ্রা বহনের বিষয়টি অস্বীকার করে। তবে সুনির্দিষ্ট সংবাদ এবং কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাদের শাহজালালের কাস্টমস হলে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় বান্টি সনির কাছ থেকে ৩৫ হাজার এক শ’ ৬৫ মূল্যমানের কাতার রিয়াল ও ২২১ মার্কিন ডলার এবং অপরজনের কাছ থেকে ৪৫ হাজার মূল্যমানের কাতার রিয়াল ও দুই হাজার ২৩০ মূল্যমানের ভারতীয় রুপী উদ্ধার করা হয়।
×