ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৪ নারী ধর্ষণের ঘটনায় হান্নান মেম্বার রিমান্ডে

প্রকাশিত: ০৫:১০, ২৯ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে ৪ নারী ধর্ষণের ঘটনায় হান্নান মেম্বার রিমান্ডে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলীর শাহমীরপুর গ্রামে ডাকাতি করতে গিয়ে একই পরিবারের চার নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মোঃ আবদুল হান্নান ওরফে হান্নান মেম্বারকে (৪৫) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালত এ আদেশ দেয়। আগের দিন বুধবার রাতে এই আসামিকে গ্রেফতার করা হয়েছিল। মামলার তদন্তভার পিআইবিতে ন্যস্ত হওয়ার পর এ নিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হলো। সূত্র জানায়, বুধবার রাতে গ্রেফতার হওয়া হান্নান মেম্বার সিএমপির বিশেষ শাখায় কর্মরত এসআই আবদুল মান্নানের বড় ভাই। তাকে গ্রেফতার করা হয়েছে কোতোয়ালি থানা এলাকায় অবস্থিত পুলিশের অফিসার্স কোয়ার্টারে ভাইয়ের বাসা থেকে। এর আগে গ্রেফতার করা আবু সামা এবং মিজান মাতুব্বরের জবানিতে এই হান্নান মেম্বারের নাম বেরিয়ে এসেছিল। এছাড়া আরও দুজন রয়েছে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। সর্বশেষ গ্রেফতার করা হান্নান মেম্বারকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয় মহানগর হাকিম আদালতে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এ আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদে পুরো তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে পিবিআই। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। এর মধ্যে তিনজন গৃহবধূ ও একজন তাদের ননদ। ঘটনাটি সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
×