ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ জেলায় আরও ৩৬ কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৪:২২, ২৯ ডিসেম্বর ২০১৭

পাঁচ জেলায় আরও ৩৬ কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হাওড় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড। তার ভারত সফরের সময় সে দেশের সরকারের সঙ্গে এই ৩৬টি ক্লিনিক নির্মাণের চুক্তি হয়েছিল। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। ২০৩০ সালের মধ্যে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতের যে লক্ষ্য, তা পূরণে এ উদ্যোগ সফল হবে। এতে অন্য বন্ধুরাষ্ট্রগুলোও উৎসাহিত হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভারত সরকারের অর্থসহায়তায় কমিউনিটি ক্লিনিক নির্মাণ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জামালপুর, শেরপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া এই ৫টি জেলায় এই ক্লিনিক নির্মাণ করা হচ্ছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলী ও পার্টনার ইন ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম এতে স্বাক্ষর করেন। এই ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য ভারত সরকার মোট ৯ কোটি টাকা অনুদান দিবে। ইতোমধ্যে সাড়ে ৪ কোটি টাকা পিপিডির কাছে প্রদান করেছে। ক্লিনিকগুলোর নির্মাণ কাজ আগামী বছর জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য উন্নয়নে ও স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যেকটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিককে বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালের মধ্যে আরও ৪ হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে। তিনি বলেন, ক্লোন সেন্টারের আদলে হাওড় এলাকায় ৫২০ বর্গমিটার আয়তনের ক্লিনিকগুলো তৈরি হবে। এ সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, অতিরিক্ত সচিব কাজী মহিউল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×