ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টু ক রো - খ ব র

প্রকাশিত: ০৪:০৭, ২৯ ডিসেম্বর ২০১৭

টু ক রো - খ ব র

৯ ছিনতাইকারী আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সংঘবদ্ধ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে শাহাজাহান নামে এক এনজিও কর্মকর্তা। বৃহস্পতিবার ভোর ৬টায় বিজিবি ক্যাম্প কালভার্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও পুলিশ ৯ জন ছিনতাইকারীকে আটক করেছে। জানা যায়, শহরতলীর খুরুস্কুল এলাকার ছিনতাইয়ের শিকার মোহাম্মদ শাহজাহান তার কর্মস্থল উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে ঘটনাস্থল পৌঁছলে ছিনতাইকারী দল তাকে গতিরোধ করে মারধর, মোবাইল, নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ ছিনতাইকারীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শহরের কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৬টি ছোরা, ৫টি মুখোশ ও ৭টি লোহার রডসহ তাদের আটক করে। স্কুলের ল্যাপটপ চুরি সংবাদদাতা,পাথরঘাটা,বরগুনা, ২৮ ডিসেম্বর ॥ পাথরঘাটা কেএম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৫টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে স্কুলের আইসিটি বিভাগের ক্লাসরুম খুলে ২৭ টি ল্যাপটপের হিসাব মেলাতে এ চুরির বিষয়টি ধরা পড়েছে। কখন এসব ল্যাপটপ চুরি হয়েছে তা স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা সঠিক াবে বলতে পারছে না। গত ২৪ ডিসেম্বর স্কুলের আইসিটি বিভাগের কক্ষে ২৭টি ল্যাপটপ স্থাপন করা হয়েছিল। চুরির বিষয়টির সত্যতা স্বীকার করে ওই স্কুলের প্রধান শিক্ষক নুর আলম জানিয়েছে, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আড়াই হাজার ইয়াবাসহ আটক ২ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া উজানভাটি হোটেলের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আড়াই হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করছে পুলিশ।আটকরা হলো রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামের আব্দুল বারির ছেলে রয়েল ও পাবনা ঈশ্বরদী উপজেলার মানিকপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে মিজানুর রহমান। পুলিশ জানান, বাউশিয়া উজানভাটি হোটেলের সামনে অবস্থান নিয়ে গাড়ি তল্লাশিকালে বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি করে রয়েল ও মিজান নামে দুই যাত্রীর কাছ থেকে আড়াই হাজার ইয়াবা উদ্ধার করি। উদ্ধার ইয়াবার বাজারমূল্য সাড়ে সাত লাখ টাকা। প্রসবকালীন ঝুঁকি কমাতে সভা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর মায়েদের গর্ভ ও প্রসবকালীন ঝুঁকি এড়াতে ছয় দিনবাপী পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী পরিবারপরিকল্পনা অফিসের পক্ষ থেকে এসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, ডাঃ আব্দুল বাতেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন ও সাংবাদিক আব্দুল বাতেন। এ সময় বিভিন্ন সরকারী দফতরের প্রধানগণ অংশ নেন। এসডিজি অর্জনে কর্মশালা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবর্নেস ইনোভেশন ইউনিট, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইউএনডিপির সহায়তায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। বৃহস্পতিবার সকাল হতে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী হাসান আহমেদ। জেলা প্রশাসক মোহম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার পুদম পু®প চাকমার সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব সামছুল আযম, স্থানীয় সরকারের উপ পরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার জাকির হোসেন খান, সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্ম্মন, ছয় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রমুখ অংশগ্রহণ করেন। ৭ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর মাদক বিক্রির কেন্দ্র হিসাবে চিহ্নিত বরিশাল কলোনীতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন নারীকে গ্রেফতার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ টিম বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক (মেট্রো) শামীম আহমেদ জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন শিরিন আক্তার, মনোয়ারা বেগম এবং রাশেদা আক্তার। ওই আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৩শ’ গ্রাম হেরোইন ৩৫ দোকান ভাংচুর নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৮ ডিসেম্বর ॥ দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে আশুলিয়ায় একটি ফার্নিচারের শো-রুমসহ ৩৫টি দোকান ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় আহত হয় ১৫ জন। বুধবার গভীর রাতে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে।
×