ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিশু ও কিশোরীসহ নিহত ৬

প্রকাশিত: ০৪:০৩, ২৯ ডিসেম্বর ২০১৭

সড়ক দুর্ঘটনায় শিশু ও কিশোরীসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে শিশুসহ দু’জন, চট্টগ্রামে যুবক, পটিয়ায় পথচারী নারী, মাদারীপুরে পথচারী ও নাটোরে কিশোরী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বড়ইতলায় রেকার-লেগুনা সংঘর্ষে এক শিশুসহ দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় থার্মেক্স গ্রুপের শ্রমিক-পথচারীসহ অন্তত ১০জন আহত হয়। সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বড়ইতলায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত শ্রমিক ও জনতা ক’টি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ভাংচুর ও পুলিশের একটি রেকারে অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রেকারটি মহাসড়ক দিয়ে ইটাখোলা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে থার্মেক্স গ্রুপের আদুরী এ্যাপারেল্সের গেটে দাঁড়ানো ইটাখোলাগামী লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজতেমায় অংশ নিতে যাওয়া নরসিংদীর ভেলানগর মহল্লার রিপন মিয়ার ছেলে জিহাদ (১০) ও থার্মেক্স গ্রুপের আদুরী এ্যাপারেল্স স্যাম্পল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৮) নিহত হয়। চট্টগ্রাম চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছেন।জানা যায়, চান্দগাঁও থানার অনন্যা আবাসিক এলাকায় বুধবার মধ্যরাতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান নোমান (২৮) নামের এক যুবক। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আরোহী এ যুবক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার-আরকান মহাসড়কের পটিয়া উপজেলার গিরি চৌধুরী বাজার এলাকায় হাইচ চাপায় অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছেন। নিহতের আনুমানিক বয়স ৬০ । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ কে বা কারা পটিয়া সেন্ট্রাল হসপিটালের সামনে এনে ফেলে যায়। মাদারীপুর শিবচরে ট্রাক চাপায় হযরত আলী (২২) নামে এক পথচারী নিহত হয়েছে। এসময় আরও দু’জন আহত হয়। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার রাতে উপজেলার কাঁঠালবাড়িঘাট সংলগ্ন এপ্রোচ সড়ক এলাকায় রাস্তার পাশের চটপটির দোকানে দাঁড়িয়ে কয়েকজন চটপটি খাচ্ছিল। এ সময় কাঁঠালবাড়িঘাট থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চটপটির দোকানে দাঁড়িয়ে থাকা ৩ যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হযরত আলী নিহত হয়। নাটোর যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মুরশিদা খাতুন(১২) নামে এক কিশোরী নিহত হয়েছে। এঘটনায় নিহতের বাবা ও ছোট ভাই আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের কান্দিভিটার কদমতলা মোড় এই দুর্ঘটনা ঘটে।
×