ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঙালী সংস্কৃতির ওপর আগ্রাসন প্রতিহত করতে হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৪:০২, ২৯ ডিসেম্বর ২০১৭

বাঙালী সংস্কৃতির ওপর আগ্রাসন প্রতিহত করতে হবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মুক্তিযুদ্ধের চেতনায় নাটক ও সংস্কৃতি লালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যে কোন মূল্যে বাঙালী সংস্কৃতি ধরে রাখতে হবে। কোন অপশক্তি যেন সংস্কৃতির ওপর ভর করে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করতে না পারে। বঙ্গবন্ধু ও বাঙালী সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ বলেও তিনি মন্তব্য করে আরও বলেন, নাটক ও সাংস্কৃতিক অঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখতে হবে। শেখ হাসিনা এই আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাঙালী সংস্কৃতির সুতিকাগার শেখ হাসিনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে সাংস্কৃতিক কর্মীদের মাঠে থাকার জন্যও মোহাম্মদ নাসিম আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করে আরও বলেছেন, বাঙালী সংস্কৃতির ওপর যে কোন আগ্রাসন প্রতিহত করতে সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসতে হবে। অপশক্তিকে রুখে দিতে হবে। সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে নাট্যধার আয়োজিত সপ্তাহব্যাপী এই নাট্য উৎসবে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
×