ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে অগ্নিকান্ডে ছাত্র নিহত ॥ বাবা-ভাই দগ্ধ

প্রকাশিত: ০৪:০০, ২৯ ডিসেম্বর ২০১৭

টঙ্গীতে অগ্নিকান্ডে ছাত্র নিহত ॥ বাবা-ভাই দগ্ধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর, ২৮ ডিসেম্বর ॥ বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গীর এরশাদনগর ২নং ব্লকের একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত এবং তার বাবা এবং তার অপর এক ভাই অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম রানা মিয়া (১৩)। সে স্থানীয় তরুণ সংঘ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। অপর দগ্ধরা হচ্ছে-বাবা মনির মিয়া (৪০) ও ভাই রাজিব মিয়া (১৬)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। টঙ্গী ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানান, গ্যাসের চুলার আগুন থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়। অগ্নিকা-ের ঘটনায় দুটি বসতঘর এবং ৫টি দোকান ভস্মীভূত হয়। ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, এরশাদনগরের ২নং ব্লকের মনির মিয়ার বসতবাড়িতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
×