ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর দখল

প্রকাশিত: ০৩:৫৭, ২৯ ডিসেম্বর ২০১৭

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর দখল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি পুকুর জোর করে দখল করে নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকার আহাম্মদ হাসান জোবায়ের নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোবায়ের বলেন, দখলরোধে আইনের আশ্রয় নিয়েও কাজ হচ্ছে না। এ ব্যাপারে বোয়ালিয়া থানা ও আদালতে মামলা করা হয়েছে। কিন্তু এখন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার পুকুরটি দখল করা হচ্ছে। প্রতিবেশী মীর্জা আশিকুল আজিজ উজ্জল এই অপচেষ্টা চালাচ্ছেন। তিনি জানান, নগরীর ঘোষপাড়া এলাকার ওই পুকুরটি তিনি ওয়ারিশ সূত্রে পেয়েছেন। কিন্তু মীর্জা আশিকুল পুকুরটি ভরাটের জন্য প্রথমে বালু ফেলতে শুরু করেন। তখন এ নিয়ে তিনি মামলা করেন। আদালত জারি করেন নিষেধাজ্ঞা। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে মীর্জা আশিকুল তার সহযোগীদের নিয়ে পুকুর দখল চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী বলেন, পুকুরে পিলার দিয়ে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে নিষেধ করলে তাকে হুমকি দেয়া হচ্ছে। এ অবস্থায় তিনি প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন
×