ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৩:৫৭, ২৯ ডিসেম্বর ২০১৭

রূপগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ ডিসেম্বর ॥ বিভিন্ন মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ মিয়া (৩৬) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, চাপাতি ও বড় ছোড়াসহ আনিছ নামে একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড়ের ৩শ’ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ৩শ’ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে বিভিন্ন স্থানে ইদানীং একদল ডাকাত মালবাহী পরিবহনে ডাকাতির চেষ্টা চালিয়ে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। এ কারণে ৩শ’ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে পুলিশি টহল ব্যবস্থা বাড়িয়ে দেয়া হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে ৩শ’ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে চৌরাস্তা এলাকায় প্রায় ৮ থেকে ১০ জনের একদল ডাকাত একটি মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে ওই ডাকাতদের আটক করতে যান। এক পর্যায়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর শরীফ নামের এক ডাকাত নিহত হয়। এছাড়া আনিছ নামের আরও এক ডাকাতকে আটক করা হয়। নিহত শরীফ মিয়া উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। শরীফের বিরুদ্ধে রূপগঞ্জসহ আশপাশের থানায় প্রায় ডজন খানেক মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
×