ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ফের ডাকাতি

প্রকাশিত: ০৩:৫৬, ২৯ ডিসেম্বর ২০১৭

জয়পুরহাটে ফের ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৮ ডিসেম্বর ॥ বুধবার গভীর রাতে সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পাইকড়দাড়িয়া গ্রামের সংখ্যালঘু হিন্দুপল্লীর অখিল চন্দ্র মন্ডলের বাড়িতে ডাকাতি হয়। দেশীয় অস্ত্রধারী ১৫-১৬ জনের ডাকাত দল ঘণ্টাব্যাপী অস্ত্রের মুখে ডাকাতি করে ২১ ভরি সোনার গহনা, ২৩ হাজার টাকা, কাঁসার থালাবাসন নিয়ে যায়। গত মঙ্গলবার সদর উপজেলার পার্শ্ববর্তী দোগাছী ইউনিয়নের বজরুক ভারুনিয়া ও দুর্গাদহ গ্রামে সংখ্যালঘু হিন্দু ও খ্রীস্টান সম্প্রদায়ের ৩টি বাড়িতে ডাকাতির পর বুধবার রাতে অখিল চন্দ্র মন্ডলের বাড়িতে ডাকাতি হওয়ায় সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাইকদাড়িয়া গ্রামের অখিল চন্দ্র মন্ডল ও তার দুই পুত্রবধূ মৃদুল রাণী মন্ডল ও সুমি রানী ম-ল জানায় বুধবার রাত ২টার দিকে ডাকাতদল বাড়ির গেট ভেঙ্গে ভিতরে ঢোকে। এরপর তারা গ্রিল ও শোবার ঘরের দরজা ভেঙ্গে অখিল চন্দ্র মন্ডলের হাত ও চোখ বেঁধে ফেলে এবং লাঠি দিয়ে মারধর শুরু করে। পর্যায়ক্রমে তারা বড় পুত্র চন্দন ও রনির ঘরে তালা ভেঙ্গে ভিতরে ঢোকে। চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৮ ডিসেম্বর ॥ সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেববাজার গ্রামে রাকিব (২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওই গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু রাকিব গাজী বাড়ির শুক্কুর গাজীর একমাত্র ছেলে।জানা যায়, দুপুরে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে রাকিব পুকুরে পড়ে যায়। তাকে খুঁজে না পেয়ে পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখে। তাৎক্ষণিক পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে।
×