ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাবার বাগান থেকে পাহাড় কেটে বালু পাচার

প্রকাশিত: ০৩:৫৪, ২৯ ডিসেম্বর ২০১৭

রাবার বাগান থেকে পাহাড় কেটে বালু পাচার

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২৮ ডিসেম্বর ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার রাবার বাগান থেকে পাহাড় কেটে অবাধে পাচার হচ্ছে বালু। এতে ধসের পথে এগিয়ে যাচ্ছে পাহাড়। কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বৃহৎ রাবার শিল্প শাহজীবাজার। এর সঙ্গে রাবার বাগানের কতিপয় লোক জড়িত থাকার অভিযোগ উঠেছে। রাবার বাগান থেকে বালু উত্তোলনের কারণে পাহাড় ধসে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে পাহাড় কেটে বালু পাচারে প্রশাসন ব্যবস্থা নিলেও তা রোধ করতে পারছে না। সরেজমিনে দেখা যায়, জেলার বৃহৎ রাবার বাগান শাহজীবাজার। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতায় গড়ে উঠা এই বাগানটি ২ হাজার ১শ’ চল্লিশ একর জমির উপর অবস্থিত। আর ওই বাগানের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে মূল্যবান বালু। ওই বালু পাচারে জড়িয়ে পড়ে রাবার বাগানের এক শ্রেণীর অসৎ কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীরা। প্রতিদিন পাহাড় কেটে ট্রাক্টরের মাধ্যমে শাহজীবাজারে সম্প্রতি গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছেন তারা। পাহাড় কেটে বালু নেয়ার ফলে গ্যাস লাইনসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়রা জানায়, সিন্ডিকেটগুলো এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। রাবার বাগানের ব্যবস্থাপক শ্যামল কান্তি দেব রাবার বাগান থেকে বালু পাচারের কথা অস্বীকার করে বলেন, বর্তমানে রাবার বাগান থেকে কোন বালু পাচার ও এর সঙ্গে কোন কর্মকর্তা কর্মচারী জড়িত নয়। সহকারী কমিশনার মোঃ মিজানুর রহমান জানান, যেখান থেকেই অবৈধ উপায়ে বালু পাচারের কেউ চেষ্টা করে পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং অভিযান পরিচালিত হচ্ছে।
×