ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে শ্মশান ও আদিবাসী পল্লীর দখল ঠেকানো যাচ্ছে না

প্রকাশিত: ০৩:৫৪, ২৯ ডিসেম্বর ২০১৭

চাঁপাইয়ে শ্মশান ও আদিবাসী পল্লীর দখল ঠেকানো যাচ্ছে না

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ কোন ভাবেই বন্ধ হচ্ছেনা জেলার একাধিক স্থানের শশ্মান দখল। পাশাপাশি দখল হয়ে যাচ্ছে গোমস্তাপুর উপজেলার একটি দেবত্তর স্টেটের প্রায় ৮শ’ একর জমি, আমনুরার আদিবাসী পল্লী ও শশ্মান, শিবগঞ্জ উপজেলার শশ্মান ও দেবত্তর সম্পত্তি। এমনকি মন্দিরের জায়গাও দখল হয়ে যাচ্ছে। দেবত্তর সম্পত্তি দখল নিয়ে এক সাবেক জেলা প্রশাসনের বিরুদ্ধেও ইতঃপূর্বে মামলা হবার নজির রয়েছে। এই দেবত্তর সম্পত্তি শিবগঞ্জ উপজেলার অধীন। এছাড়াও দেবত্তর সম্পত্তি বেহাত হওয়া নিয়ে কোর্টে একাধিক মামলাও রয়েছে। কিন্তু কোনভাবেই থামানো যাচ্ছেনা এসব অবৈধ কর্মকা-। এসব নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদও আদিবাসী সমন্বয় পরিষদ কোন সময়ে এককভাবে, আবার কোন সময়ে পৃথকভাবে জেলা প্রশাসকের অফিস সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালন করাসহ স্মারকলিপি দিয়েছে। কিন্তু প্রশাসন তাদের সম্পত্তি রক্ষায় কিংবা এসব সম্পত্তি উদ্ধারে তেমন কোন ভূমিকা রাখতে পারেনি। অনেক সময়েই আদিবাসীরা সম্পত্তি রক্ষা করতে গিয়ে গোমস্তাপুর এলাকায় নির্যাতনের শিকার হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও তাদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। সাম্প্রতিককালে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল কুমার ঘোষ, গোমস্তাপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা, আদিবাসী নেত্রী রঞ্জনা বর্মণ, অলক কুমারের নেতৃত্বে কয়েক কিলোমিটার লম্বা মানববন্ধন করে জেলা প্রশাসন ভবনের সামনে। বক্তারা বলেন, রহনপুর অঞ্চলে শ্যামরায় দেবত্তর স্টেটের সম্পত্তি সেবায়েত সেজে ক্ষমতার অপব্যবহার করে বিক্রির পাঁয়তারা করছে। কিছু প্রভাবশালী ব্যক্তি আঁতাত করে ৮শ’ একর জমি বিক্রি করেছে। এমনকি মন্দিরের জমিতে বাড়ি নির্মাণ করছে। তারা শুধু জমি লিজ বা বিক্রি করছে না বেশকিছু চিহ্নিত ভূমিসদ্যুদের জমিজমার ওপরে মার্কেট নির্মাণ করে লিজ দিয়ে ব্যবসা করার চেষ্টা করছে। এসব অপকর্মে বাধা দিতে গেলে প্রভাবশালীরা হিন্দুধর্মের লোকজনদের পুলিশের ভয় দেখাচ্ছে।
×