ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড শীত ॥ জনজীবন বিপর্যস্ত

প্রকাশিত: ০৩:৩৬, ৩০ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড শীত ॥ জনজীবন বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো ও কানাডায় হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক এলাকায় হিমাঙ্কের নিচে তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে গেছে। খবর বিবিসির। আবহাওয়াবিদরা বলছেন, আগামী বছরের শুরু পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে। ঠা-ায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা, নিউ হ্যাম্পশায়ার, শিকাগো, কানসাস, পেনসিলভানিয়া, নিউজার্সি ও নিউইয়র্কের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে আইসবক্স অব দ্য নেশন খ্যাত মিনেসোটার তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে। সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে (মাইনাস) ৩৮ দশমিক তিন ডিগ্রী সেলসিয়াস হয়েছে। নিউ হ্যাম্পশায়ারের মাউন্ড ওয়াশিংটনের তাপমাত্রা নেমে এসেছে রেকর্ড মাইনাস ৩৬ দশমিক ছয় ডিগ্রী সেলসিয়াসে। এ এলাকাকে বিশ্বের সবচেয়ে খারাপ আবহাওয়ার বাড়ি বলা হয়। কানাডার কিছু অংশে উত্তর মেরু কিংবা মঙ্গল গ্রহের চেয়েও বেশি ঠা-া পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বড়দিন থেকে শুরু হওয়া তুষারপাতে জবুথবু হয়ে পড়েছে পেনসিলভানিয়ার এরি শহর। শহরটির রাস্তাঘাট পাঁচ ফুটের বেশি পুরু তুষারে ঢাকা পড়ার পর তা সরাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। সপ্তাহের শেষ দিকে এরি ও গ্রেট লেক এলাকায় আরও তুষার পড়বে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। নিউজার্সির ভেন্টনর ও ওশান সিটি বরফ জলে নিমজ্জনের দুটি বড় আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে। একটুখানি উষ্ণতায় বছরে প্রথম দিন কাটাতে লাখ লাখ মানুষ আটলান্টিক সমুদ্রের পারে ছুটছে। নতুন বছরকে বরণ করে নিতে নিউইয়র্কের টাইমস স্কয়ারের বার্ষিক বল ড্রপ কর্মসূচীর সময়ও রেকর্ডের কাছাকাছি ঠা-া থাকবে বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্কের উত্তরের শহরগুলোতে পাঁচ ফুটের কাছাকাছি তুষারের স্তর পড়েছে। লরেইন শহরের দমকলকর্মীরা তুষারে ঢাকা একটি বাড়ির ভেতর থেকে এক নারীকে উদ্ধারের কথা জানিয়েছেন। শিকাগোতে গাড়ির ভেতরে থাকা ৬২ বছর বয়সী এক ব্যক্তির ঠান্ডায় মৃত্যু হয়েছে বলে সিবিএসের এক খবরে বলা হয়েছে। মঙ্গলবার কানসাসে একটি গাড়ি দুর্ঘটনায় চারজনের মৃত্যুর জন্যও বরফশীতল পরিবেশকে দায়ী করা হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, তীব্র বাতাসের কারণে বিভিন্ন শহরের তাপমাত্রা আরও কমতে পারে। হিম বাতাস নিউ ইংল্যান্ড, নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রী সেলসিয়াসে নামিয়ে আনতে পারে ফ্রস্টবাইট ও হাইপোথারমিয়া থেকে সতর্ক থাকতে নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে। রেকর্ড ঠান্ডার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু পরিবর্তন বিষয়ক ভাবনায় কিছুটা পরিবর্তন এনেছে বলেও ধারণা করা হচ্ছে। উত্তরের অঙ্গরাজ্যগুলোতে তীব্র ঠান্ডার পর টুইটারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন নিয়ে কিছু করা যেতে পারে। ট্রাম্প এর আগে জলবায়ু পরিবর্তনে ক্ষয়ক্ষতিকে গালগল্প বলে আখ্যা দিয়েছিলেন। চলতি বছরের জুনে তিনি যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকেও সরিয়ে নেন।
×