ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জেরুজালেম ইস্যুতে ভোটের জবাব

নিউইয়র্কে অগ্নিকান্ডে ১২ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৩:৩৫, ৩০ ডিসেম্বর ২০১৭

নিউইয়র্কে অগ্নিকান্ডে ১২ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কস শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এই আগুন লাগে বলে মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়। খবর এবিসি টিভির। ব্রঙ্কসের মেয়র বিল ডে ব্লাসিও এক সংবাদ সম্মেলনে জানান, অগ্নিকান্ডে এক নবজাতকসহ ১২ জন মারা গেছে। গুরুতর আহত হয়েছেন চারজন। সংবাদ সম্মেলনে অগ্নিনির্বাপণ বাহিনীর কর্মকর্তার ড্যানিয়েল নিগ্রো বলেন, নিহতদের মধ্যে এক বছর বয়সী শিশু থেকে ৫০ বছর বয়সী ব্যক্তি রয়েছে। তারা আবাসিক ভবনটির বিভিন্ন তলার বাসিন্দা। পাঁচতলা ওই ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। ব্রঙ্কস চিড়িয়াখানা ও ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির প্রোসপেক্ট এভিনিউতে ওই ভবনটির অবস্থান। টেলিভিশনে দেখানো ছবিতে দেখা গেছে, আগুনে ভবনের বাইরের অংশে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
×