ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার জয় ইনিংস ও ১২০ রানে

চার দিনের টেস্টে দুই দিনেই হারল জিম্বাবুয়ে!

প্রকাশিত: ০৮:১৭, ২৮ ডিসেম্বর ২০১৭

চার দিনের টেস্টে দুই দিনেই হারল জিম্বাবুয়ে!

স্পোর্টস রিপোর্টার ॥ পরাশক্তি দক্ষিণ আফ্রিকা আর দুর্বল জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে এমনিতে আগ্রহ থকার কথা নয়। তবু পোর্ট এলিজাবেথে ‘ইতিহাসের প্রথম চার দিনের টেস্ট (ডে-নাইট)’ ঘিরে চোখ ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু যা হওয়ার তা-ই হয়েছে। আলোচিত টেস্টে প্রোটিয়াদের সঙ্গে ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি গ্রায়েম ক্রেমারের জিম্বাবুয়ে। মাত্র দুই দিনেই ইনিংস ও ১২০ রানের বিশাল ব্যবধানে জিতেছে এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনেই ৯ উইকেটে ৩০৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে ৩০ রানেই ৪ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। বুধবার দ্বিতীয় দিনে আর ৩৮ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ৬৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা! ফলোঅনে পড়ে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১২১ রানে। দিনের তখনও বাকি ছিল কমপক্ষে ৩৮ ওভার! সব মিলিয়ে পাঁচ সেশনেই ম্যাচ শেষ! ক্রেমারের জিম্বাবুইয়ে এক দিনেই হারিয়েছে ১৬ উইকেট! প্রথম ইনিংসে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মরনে মরকেল। ডানহাতি পেসার পাঁচ বছর পর টেস্টে পাঁচ উইকেট পেয়েছেন ২১ রানে। তাতে টেস্টে নিজেদের পঞ্চম সর্বনিম্ন রানের (৬৮) লজ্জায় ডোবে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাটিংয়ে নামাতে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে করতে হতো ২৪১ রান। শুরুটা যদিও ভালই হয়েছিল। লাঞ্চ বিরতির আগে ১৩ ওভারে তারা কোন উইকেট হারায়নি, রান ৩৬। এর আগে পঞ্চম ওভারে চোট নিয়ে মাঠ ছেড়ে যান হ্যামিল্টন মাসাকাদজা। চামু চিবাবার সঙ্গে যোগ দেন ক্রেইগ আরভিন। চিবাবা ও আরভিন ৫৪ রানের জুটি গড়েছিলেন। কাগিসো রাবাদার বলে চিবাবার বিদায়ে (১৫) ভাঙ্গে এ জুটি। জিম্বাবুয়ের ধসের শুরু দলীয় ৭৫ রানে ব্রেন্ডন টেলর ১৬ রান করে ফিরে যাওয়ার পরই। ১ উইকেটে ৭৫ থেকে চোখের পলকে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৮০! সফরকারীরা শেষ পাঁচ উইকেট হারায় ৪১ রানে। ৪২.৩ ওভারে ১২১ রানেই অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে খেলতে পেরেছিল ৩০.১ ওভার। কোন টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে দক্ষিণ আফ্রিকার এত কম বল এর আগে লাগেনি। দুই ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ের কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ২৩! প্রথম ইনিংসে মরকেলের তোপে চুরমার হওয়া জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে মহারাজের স্পিন বিষে নীল হয়েছে। বাঁ-হাতি এই স্পিনার ৫৯ রানে নিয়েছেন ৫ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন ফিকোয়াও। একমাত্র টেস্টে জিম্বাবুইকে গুঁড়িয়ে দিয়ে ঘরের মাটিতে গুরুত্বপূর্ণ ভারত সিরিজের প্রস্তুতিটা ভালমতোই সেরে নিল প্রোটিয়ারা।
×