ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইলে ইভটিজিং

ওষুধ কোম্পানির কর্মকর্তাকে জরিমানা

প্রকাশিত: ০৮:১০, ২৮ ডিসেম্বর ২০১৭

ওষুধ কোম্পানির কর্মকর্তাকে জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে এক গৃহবধূর মোবাইলফোনে বার্তা পাঠিয়ে যৌন হয়রানির অভিযোগে এক ওষুধ কোম্পানির মার্কেটিং অফিসারকে বুধবার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তের নাম মোফাজ্জল হোসেন (৩৫)। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার রামপুর গ্রামের মরহুম মোসলেম উদ্দিন আকন্দের ছেলে। মোফাজ্জল নাভানা ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং অফিসার হিসেবে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় কর্মরত। শ্রীপুর মডেল থানার এসআই জামিল রাশেদ জানান, শ্রীপুরের টেংরা গ্রামের এক গৃহবধূকে মুঠোফোনে প্রায়ই যৌন হয়রানিমূলক বিভিন্ন ধরনের বার্তা পাঠিয়ে বেশ কিছুদিন ধরে ইভটিজিং করে আসছিল মোফাজ্জল। এতে অতিষ্ঠ হয়ে ওই গৃহবধূ বুধবার মোফাজ্জলকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচ থেকে মোফাজ্জলকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত মোফাজ্জলকে ২০ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার এ দ- দেন।
×