ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবার অসুস্থ ফেরদৌসী প্রিয়ভাষিণী

প্রকাশিত: ০৮:০৪, ২৮ ডিসেম্বর ২০১৭

আবার অসুস্থ ফেরদৌসী প্রিয়ভাষিণী

বিডিনিউজ ॥ মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে। তার ছেলে কারু তিতাস বুধবার বিকেলে জানান, তার মায়ের কিডনি জটিলতা বেড়ে যাওয়ায় তাকে এখন রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ডায়াবেটিস ও হৃদরোগের জটিলতায়ও ভুগছেন ভাস্কর প্রিয়ভাষিণী। চলতি বছর নবেম্বর মাসে নিজের বাসায় বাথরুমে পড়ে গোড়ালিতে চোট পান ৭০ বছর বয়সী ফেরদৌসী প্রিয়ভাষিণী। গোড়ালির একটি হাড় স্থানচ্যুত হওয়ায় ১৩ ডিসেম্বর সেখানে অস্ত্রোপচারের পর হাসপাতালে থাকতে হয় এই মুক্তিযোদ্ধাকে। দুই সপ্তাহের মাথায় বুধবার ফের অসুস্থ হলেন তিনি। ফেরদৌসী প্রিয়ভাষিণীর মেয়ে ফুলেশ্বরী প্রিয়নন্দিনী বিকেলে বলেন, বুধবার ভোর থেকে তার মায়ের অবস্থার অবনতি হতে থাকে। দুপুরের দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নেয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকের দেখা না পাওয়ায় তারা ল্যাব এইড হাসপাতালে যাচ্ছেন বলে নিশ্চিত করেন তিনি। ১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্ম। ১৯৭১ সালে তিনি পাকিস্তানী বাহিনীর হাতে নির্যাতিত হন। স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান। ২০১৪ সালে একুশের বইমেলায় তার আত্মজৈবনিক গ্রন্থ ‘নিন্দিত নন্দন’ প্রকাশিত হয়।
×