ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘মনে হয় তারা উকিল নোটিস আকাশের ঠিকানায় পাঠিয়েছে’

প্রকাশিত: ০৭:০০, ২৮ ডিসেম্বর ২০১৭

‘মনে হয় তারা উকিল নোটিস আকাশের ঠিকানায় পাঠিয়েছে’

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো খালেদা জিয়ার উকিল নোটিস এখনও ঠিকানায় না পৌঁছানোয় সন্দেহ প্রকাশ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘তারা কোথায় উকিল নোটিস পাঠিয়েছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু সংবাদ সম্মেলন করে উকিল নোটিসটি পড়ে শুনিয়েছেন। এটা কোথায় পাঠিয়েছেন? তারা এই উকিল নোটিস মনে হয় আকাশের ঠিকানায় পাঠিয়েছে।’ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিদেশে থাকা খালেদা জিয়ার ‘দুর্নীতির অর্থ’ ফেরত এনে তার শাস্তির দাবিতে আওয়ামী লীগ সমর্থক সংগঠনটি এই কর্মসূচী পালন করে। হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া যে দিনই আদালতে যান, সেই দিনই তাদের কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে। মামলার তারিখের দিন গাড়ি ভাংচুর করে। কারণ তারা আঁচ করতে পেরেছে, খালেদা জিয়ার শাস্তি হতে পারে। তাই খালেদা জিয়া তার পেট্রোলবোমা বাহিনীকে নির্দেশ দিয়েছেন এসব কাজকর্ম করার জন্য। বিএনপিকে হুঁশিয়ার করে তিনি বলেন, যদি আর পেট্রোলবোমা মারা হয়, তাহলে সমুচিত জবাব দেয়া হবে। দেশে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। কেউ চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এ বিষয়ে সজাগ থাকতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, সরকারের সঙ্গে বিএনপির কারা কারা যোগাযোগ করছে, তা বের করতে নাকি খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন। এটাকে আমরা স্বাগত জানাই। তবে খালেদা জিয়াকে বলব, লোম বাছতে গিয়ে কম্বলটা যেন হারিয়ে না যায়। খুঁজলে পরে দেখবেন, নেতাকর্মী সব বিএনপি ছেড়ে চলে গেছে। তিনি আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবসে’ আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।
×