ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে আগ্রহী প্রিয়াঙ্কা জামান

প্রকাশিত: ০৬:৩৬, ২৮ ডিসেম্বর ২০১৭

চলচ্চিত্রে আগ্রহী প্রিয়াঙ্কা জামান

এ সময়ের আলোচিত ফ্যাশন ডিজাইনার ও মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। সঙ্গে রয়েছে তার ‘কিউট এ্যান্ড ক্লাসি’ নামক একটি ফ্যাশন হাউস। প্রিয়াঙ্কা জামান ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল শোবিজ অঙ্গনে কাজ করবেন। তাই শুরু“করেন বাফাতে নাচ শেখা। শিখতে শিখতে বিভিন্ন টিভি অনুষ্ঠানে ক্লাসিক্যাল নাচ করে প্রচুর সুনাম অর্জন করেন প্রিয়াঙ্কা। তিনি শুধু নাচের ভেতর সীমাবদ্ধ হননি। মিডিয়ার সকল স্থানে জায়গা করে নিতে চান তিনি। ধীরে ধীরে সেই আশা পূরণও হয়েছে। বিজ্ঞাপন দিয়ে শুরু হয় এই যাত্রা। প্রথমে মার্কুইজ পানির পাম্প, তারপর ফেমাস টিভি, প্রাণ আরএফএল গ্লাস ও মাদুলি জুয়েলার্সের বিজ্ঞাপন প্রচারের পর প্রচুর দর্শক সাড়া পান। তার নান্দনিক অভিনয়ে অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। শৈল্পিক গুণ ও সাবলীল অভিনয় দিয়ে কেড়েছেন দর্শক হৃদয়। এছাড়াও গ্রামীণফোনের বিলবোর্ড, আড়ংয়ের বিলবোর্ড ও ভেজলিন লোশনের বিল বোর্ডের মডেল হয়েছেন একাধিকবার। বাকি ছিল নাটক। সেটিও তিনি করেছেন- ধারাবাহিক নাটক ‘আজিজ মার্কেট’-এ অভিনয় করে বেশ সাড়া ফেলে দেন। প্রিয়াঙ্কা কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন বাংলার সঙ্গীত পারফরমেন্স এ্যাওয়ার্ড এবং নাচের জন্য পান সাঁকো ও আনন্দ বিনোদন এ্যাওয়ার্ড। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সম্ভাবনাময়ী এ মডেল। ইতোমধ্যে বেশকিছু জনপ্রিয় সঙ্গীতশিল্পী, অভিনেতাদের সঙ্গে কাজ করেন নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের মডেল হিসেবে। গতকাল সুরাঞ্জলির ইউটিউব চ্যানেল রিলিজ হয়েছে প্রিয়াঙ্কা জামানের ভালবাসা দাও শিরোনামের মিউজিক ভিডিও। প্রিয়াঙ্কা বলেন, বর্তমানে বাংলা গানের মিউজিক ভিডিও দর্শক-শ্রোতাদের কাছে দারুণভাবে জনপ্রিয়তা পাচ্ছে। ভাল গান শোনার পাশাপাশি এখন দর্শকশ্রোতারা গানের ভিডিও দেখতে বেশ পছন্দ করেন। নতুন কোন গান মুক্তি পেলেই তার মিউজিক ভিডিও দেখার জন্য উদগ্রীব থাকেন দর্শকশ্রোতারা। আর তাঁদের কথা চিন্তা করেই সাধারণত সঙ্গীতশিল্পীরা তাঁদের গাওয়া জনপ্রিয় গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ করে থাকেন। কণ্ঠশিল্পী তৌসিফ কণ্ঠ দিয়েছেন ভালবাসা দাও শিরোনামের গানটিতে। রোমান্টিক গল্পে নির্মিত হয়েছে ভালবাসা দাও মিউজিক ভিডিওটি। এই মিউজিক ভিডিওটি নিয়ে আবারও দর্শকদের কাছে ফিরে আসলাম। গানটি প্রকাশের পর থেকে অনেক রেসপন্স পাচ্ছি। সবাই ফোন করে অনেক প্রশাংসা করছে। সত্যি ভীষণ ভাল লাগছে। গানের কথা ও সুর খুবই ভাল লেগেছিল আমার কাছে তাই কাজটি করেছিলাম। অনেক অনেক সাড়া পাচ্ছি। ভাবনার চেয়েও বেশি রেসপন্স পাচ্ছি। প্রিয়াঙ্কা জামান আনন্দ কণ্ঠকে বলেন, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি আর জীবনের শেষ দিনটা পর্যন্ত অভিনয় করে যেতে চাই আর বাকিটা মহান আল্লাহ তালার ভালবাসা ও দর্শকদের দোয়া নিয়ে ভবিষ্যত সামনের দিকে এগিয়ে যেতে চাই। আনন্দকণ্ঠ ডেস্ক
×