ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নড়াইলে দোষীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২২, ২৮ ডিসেম্বর ২০১৭

নড়াইলে দোষীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৭ ডিসেম্বর ॥ এক গৃহবধূকে অপহরণ করে ভারতে পাচার চেষ্টার অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ মিছিল সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলেও অপরাধীরা গ্রেফতার না হওয়ায় বিব্ধুব্ধ এলাকাবাসী তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে রাস্তায় নেমে আসে। এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা জানায় , নড়াইল সদরের বিড়গ্রাম থেকে ভারতে পাচারের উদ্দেশে গত ২১ নবেম্বর এক গৃহবধূকে অপহরণ করে একই গ্রামের পল্লব বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, সুদীপ। অপহরণকারীরা ওই গৃহবধূকে কৌশলে মাইক্রোবাসে তুলে মুখ বেঁধে নিয়ে যশোরের শার্শা থানার নিজামপুর গ্রামে একটি বাড়িতে আটকে রাখে। সেখান থেকে পাচার চেষ্টার এক পর্যায়ে অপহৃত গৃহবধূ নিজ বুদ্ধিমত্তায় স্বামীকে ফোন করতে সক্ষম হয়। তার স্বামী পুলিশের সহায়তায় ২৫ নবেম্বর স্ত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় অপহৃতার স্বামী ৬ জনকে আসামি করে নড়াইল সদর থানায় ৩ ডিসেম্বর মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার না করায় তারা এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করায় বিক্ষুব্ধ এলাকাবাসী বুধবার রাস্তায় নেমে আসে। নারী-পুরুষ নির্বিশেষে কয়েক’শ মানুষ বিড়গ্রাম থেকে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়।
×