ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে জমি নিয়ে বিরোধে গৃহবধূ খুন

প্রকাশিত: ০৬:২১, ২৮ ডিসেম্বর ২০১৭

বাঁশখালীতে জমি নিয়ে বিরোধে গৃহবধূ খুন

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী, চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর ॥ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের দেবপাড়ায় জায়গা জমির বিরোধের জের ধরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মিনু রানী দেব (৩৫) নামে এক গৃহবধূ খুনের শিকার হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানার পুলিশ হত্যাকা-ে জড়িত কামাল উদ্দিনকে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে এ হত্যাকা-ের ঘটনাস্থল হতে বুধবার পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। জানা যায়, উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা হিন্দু সম্প্রাদয়ের দেব পাড়ার জ্যোতিষময় দেবের পৈত্রিক জায়গার ওপর লবণ মাঠ চাষের বর্গা নিয়ে একই এলাকার মোঃ ইদ্রিসের পুত্র কামাল উদ্দিন প্রকাশ ভেট্টার সঙ্গে গত কিছুদিন পূর্বে কথা কাটাকাটি হয়। তার জের ধরে মঙ্গলবার রাত ১টার দিকে পুকুরের মাছ চুরি করে নিয়ে যাচ্ছে বলে বাইরে থেকে ডাক দেয় জ্যোতিষময় দেবকে। বাড়ির দরজা খুলতেই দা দিয়ে কোপ দেয়। এ সময় গৃহবধূ মিনু রানী দেব স্বামীকে বাঁচাতে এগিয়ে এসে হত্যাকারীদের বাধা দেয়। হত্যাকারীরা মিনু দেবকে দা ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। কচুয়ায় আহত ৮ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর থেকে জানান, সম্পত্তিজনিত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুপক্ষের ৮ জন আহত হয়েছে। বুধবার উপজেলার সাচার ইউনিয়নের শুয়ারুল গ্রামের দাস বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, দাস বাড়ির মৃত শম্ভু চরণ দাসের ছেলে প্রাণনাথ দাস তার বাড়িতে বসতঘর তুলতে গেলে পার্শ্ববর্তী বাড়ির মৃত ধনু মিয়ার ছেলে মতিন মিয়া দলবল নিয়ে বাধা প্রদান করে। এ সময় দুই পক্ষে বাকবিত-া থেকে সংঘর্ষ বেধে যায়। এতে প্রাণনাথের পক্ষের তিন বছরের শিশুসহ ৬ জন ও অপর পক্ষ ধনু মিয়ার ছেলে মতিন মিয়া গুরুতর আহত হয়। আহতরা হলো সেবা দাসের স্ত্রী সীমা রানী দাস, সীমার রানী তিন বছরের শিশুকন্যা প্রিয়ন্ত রানী দাস, বীরলাল দাসের স্ত্রী হিরনী রানী দাস, দীন নাথ দাসের স্ত্রী বুলবুলি রানী দাস, দীন নাথ দাস, সেবা দাস, মিস্ত্রি বাবুল ও লিটন দাস ও প্রতিপক্ষের ধনু মিয়ার ছেলে মতিন মিয়া। আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
×