ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার অধীনে নির্বাচন বিএনপি মেনে নেবে না ॥ খন্দকার মোশাররফ

প্রকাশিত: ০৬:২১, ২৮ ডিসেম্বর ২০১৭

শেখ হাসিনার অধীনে নির্বাচন বিএনপি মেনে নেবে না ॥ খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনগণ ও প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভুল বুঝিয়ে গায়ের জোরে ক্ষমতায় বসেছে শেখ হাসিনার সরকার। তারা নিয়ম ও সংবিধান রক্ষা করার কথা বলে নির্বাচন করে কথা রাখেনি। ক্ষমতা পেয়ে সরকার সবাইকে ধোঁকা দিচ্ছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সঙ্কট সৃষ্টি করছে। বুধবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মহানগর বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, জিয়া অরাফানেজ ট্রাস্টি মামলা দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। কিন্তু শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন বিএনপি মেনে নেবে না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মহাবুবুল হক নান্নু, জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবাউদ্দন ফরহাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।
×