ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আড়াই লাখ ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৪

চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

প্রকাশিত: ০৬:২১, ২৮ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে সন্ধান মিলেছে ইয়াবা তৈরির কারখানা। গোয়েন্দা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করে আড়াই লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে। ওই কারখানা থেকে জব্দ করা হয়েছে ইয়াবা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ উপকরণ। পাচার হয়ে আসা ইয়াবা আটক করতে ব্যাপক তৎপরতার মধ্যে বন্দর নগরীতেই একটি কারখানার সন্ধান আইনশৃঙ্খলা বাহিনীকে বিস্মিত করেছে। পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়া কমিশনার গলির আবুল হোসেন সওদাগরের ৫ম তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিশেষ অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয় ইয়াবা তৈরির দুটি মেশিন এবং ২ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয়েছে শ্যামল মজুমদার, মামুন হোসেন, আবদুল্লাহ আল আমান এবং আয়েশা সিদ্দিকা নামের চারজনকে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। ভবনটির মালিকের নাম আবুল হোসেন সওদাগর। অভিযানে আড়াই লাখ ইয়াবা ছাড়াও উদ্ধার হয় সাদা প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ান লাল রঙের ইয়াবা তৈরির কাঁচামাল এ্যামফিটামিনযুক্ত পাউডার, সাদা রঙ্গের ইয়াবা তৈরির পাউডার, দুটি লোহার মেশিন, ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত স্টিলের চারটি ডাইস, যার একটির ওপর ইংরেজীতে ‘আর’ এবং আরেকটির ওপর ইংরেজীতে ‘ওয়াইআই’ খোদাই করা, লোহার তৈরি দুটি প্রেসার মেশিন, একটি ডিজিটাল স্কেল এবং চার লিটার তরল গোলাপী রঙ। যে পরিমাণ উপকরণ উদ্ধার হয়েছে তা দিয়ে অন্তত ১০ লাখ ইয়াবা ট্যাবলেট তৈরি করা সম্ভব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চার আসামি স্বীকার করে যে, তারা স্থানীয় বাজার থেকে বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করে মেশিনের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট তৈরি করে চট্টগ্রাম নগরী এবং দেশের বিভিন্ন জায়গায় পাইকারি এবং খুচরা বিক্রি ও সরবরাহ করে আসছিল।
×