ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লটারির নামে জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:২০, ২৮ ডিসেম্বর ২০১৭

লটারির নামে জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ ডিসেম্বর ॥ চেম্বার অব কমার্স আয়োজিত শহরের বরুনকান্দিতে ‘শিল্প ও বাণিজ্য মেলায়’ ‘স্বপ্ন ছোঁয়া র‌্যাফেল ড্র’ নামে চলমান ‘জুয়া বাণিজ্য’ বন্ধের দাবিতে বুধবার শহরের ব্রিজের মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় আওয়ামী লীগ পৌর শাখা আয়োজিত এই মানববন্ধন পরিণত হয় জনসমাবেশে। আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়। বক্তাগণ মেলায় লটারি জুয়া পরিচালনার জন্য জেলা প্রশাসককে দায়ী করেন। তারা বলেন, জেলা প্রশাসক মোটা অঙ্কের টাকা নিয়ে লটারির নামে এই জুয়ার অনুমতি দিয়েছেন। এই লটারির টিকিট বিক্রির জন্য প্রতিদিন দুশতাধিক সিএনজি ও চার্জার জেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী বগুড়া ও জয়পুরহাট জেলায় হরেক রকম পুরস্কারের কথা বলে মানুষকে বিশেষ করে নারী ও শিশুদের লোভাতুর করে তুলছে।
×