ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গৌরনদী প্রেসক্লাবের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সভা

প্রকাশিত: ০৬:১৮, ২৮ ডিসেম্বর ২০১৭

গৌরনদী প্রেসক্লাবের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সভা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী প্রেসক্লাবের অনুমোদিত গঠণতন্ত্র কার্যকর করা, ২০১৮ সালের ভোটার তালিকা থেকে অসাংবাদিকদের বাদ দেয়া, বেসরকারী টিভি চ্যানেলের প্রতিনিধিদের সদস্য ও ভোটার করাসহ প্রেসক্লাব নিয়ে স্বেচ্ছাচারিতার প্রতিবাদে প্রেসক্লাবের সিনিয়র সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী বাসস্ট্যান্ডের জিডিএস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি খোকন আহম্মেদ হীরা, মণীষ চন্দ্র বিশ্বাস, বদরুজ্জামান খান সবুজ প্রমুখ। সভায় বক্তারা বলেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হানিফ সরদার গত ছয় বছর যাবত ঢাকায় অবস্থান করে ওষুধের ব্যবসা করে আসছেন। দীর্ঘদিন থেকে সে কোন গণমাধ্যমের সঙ্গে জড়িত নেই। এছাড়া সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের স্ত্রী আমিনা আকতার সোমা, সাবেক সহসভাপতি এইচএম নাসির উদ্দিন, তার কন্যা নারগিস সুলতানাসহ ৫/৬ জনকে গঠণতন্ত্র বহির্ভূতভাবে ভোটার করে পরিবার তান্ত্রিক প্রেসক্লাবে পরিণত করেছে।
×