ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৬:১৭, ২৮ ডিসেম্বর ২০১৭

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৭ ডিসেম্বর ॥ চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য কেতু নিহত হয়েছে। মঙ্গলবার রাত দুইটার দিকে ভালাইপুর কবরস্থানের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করে। নিহত কেতু ডাকাত চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের সৈকত আলির ছেলে। এ সময় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কেতু ডাকাতকে ঢাকা থেকে আটক করে চুয়াডাঙ্গা থানায় নেয়া হয়। তার স্বীকারোক্তিতে পুলিশ রাতে অস্ত্র উদ্ধারে বের হয়। এ সময় ভালাইপুর কবরস্থানের কাছে পৌঁছালে তার অন্য সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের ভাষ্য মতে এ সময় কেতু পালাতে গেলে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×