ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যা

আসামিদের জামিন বাতিল ও দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৬:১৭, ২৮ ডিসেম্বর ২০১৭

আসামিদের জামিন বাতিল ও দ্রুত বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৭ ডিসেম্বর ॥ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামি বাদীপক্ষকে মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকিসহ চাপ সৃষ্টি করার প্রতিবাদে এবং মামলা দ্রুত বিচারের দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিও দিয়েছে। বুধবার বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচীতে দুই শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে আবেগাপ্লুত হয়ে বক্তব্য রাখেন, হত্যাকা-ের শিকার আব্দুল মান্নানের স্ত্রী জেসমিন আক্তার, শিশুকন্যা মাওয়া আক্তার, বড় ভাই আবু আলী, ছোট ভাই মতিউর রহমান, ভগ্নিপতি আহম্মদ হোসেন, ছোট ভাইয়ের স্ত্রী নাদিয়া শারমিন প্রমুখ। বক্তাগণ অভিযোগ করে বলেন, মান্নান হত্যাকা-ের পাঁচ মাসের মধ্যে প্রধান আসামি মারুফ আলী শান্ত সম্প্রতি জাামিনে মুক্তি পেয়ে মামলার বাদী ও পরিবারের লোকজনকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দিয়ে আসছে। অন্যথায় মান্নানের মতো তার স্ত্রী সন্তানদের গুম-খুন করার হুমকি দেয়। শুধু তাই নয়, মান্নানের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করা হয়।
×