ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশের লাথিতে পঙ্গু মুক্তিযোদ্ধার দরজা ভাংচুর

প্রকাশিত: ০৬:১৬, ২৮ ডিসেম্বর ২০১৭

পুলিশের লাথিতে পঙ্গু মুক্তিযোদ্ধার দরজা ভাংচুর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চিরিরবন্দর উপজেলা পল্লীতে গভীর রাতে পঙ্গু মুক্তিযোদ্ধার বাড়ির দরজা ও জানালা পুলিশ লাথি মেরে ভেঙ্গে দেয়ার ঘটনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৬ ডিসেম্বর মঙ্গলবার রাত আড়াইটায়। পঙ্গু মুক্তিযোদ্ধা তোরাব আলীর ছেলে আব্দুল কাইয়ুম-এর অভিযোগ, চিরিরবন্দর থানার এস.আই আতোয়ার রহমানের নেতৃত্বে পুলিশ কোন কারণ ছাড়াই উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামে তাদের বাড়ির দরজায় লাথি মারে এবং দরজা খুলতে বলে। দরজা খুলে না দেয়ায় পুলিশ দরজা ও জানালা ভেঙ্গে ফেলে এবং বাড়ির ছাদে উঠে গালাগাল শুরু করে। কারণ জানতে চাইলে কোন জবাব না দিয়ে এক পর্যায়ে পুলিশ চলে যায়। এ ব্যাপারে অফিসার ইনচার্জ হারেসুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, রাতের টহল পাটি তাকে না জানিয়ে ওই মুক্তিযোদ্ধার বাড়িতে তাস খেলার অভিযোগে প্রবেশের চেষ্টা করে। টহল দলের ইনচার্জ এসআই আতোয়ার রহমান লাথি মেরে দরজা-জানালা ভাঙ্গার অভিযোগ অস্বীকার করে বলে, গভীররাতে তাস খেলার সংবাদ পেয়ে তারা ওই বাড়িতে গিয়ে দরজা খুলতে অনুরোধ করে। দরজার কড়া বারবার নাড়লেও দরজা ভেতর থেকে খোলা হয়নি। শেষ পর্যন্ত তারা এলাকার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল ইসলামকে মোবাইল ফোনে ঘটনাটি জানিয়ে ফিরে যায়। কিন্তু পঙ্গু মুক্তিযোদ্ধা তোরাব আলী জানান, পুলিশ তার বাড়িতে দরজা-জানালা ভেঙ্গে প্রবেশ করেছিল। এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
×