ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হক

প্রকাশিত: ০৬:০৩, ২৮ ডিসেম্বর ২০১৭

বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরবহন কর্পোরেশন-বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হক। মঙ্গলবার অপরাহ্নে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ফেয়ারলি হাউজ বাংলামোটর ঢাকায় পূর্বতন চেয়ারম্যান ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীলকে বিদায় এবং নবাগত চেযারম্যানের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিআইডব্লিউটিসির উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিআইডব্লিউটিসি অফির্সাস এ্যাসোসিয়েশন ও বিআইডব্লিউটিসি ওয়ার্র্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ নবাগত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। ১৯৮৪ সালের ব্যাচ হিসেবে ১৯৮৬ সালে বাংলাদেশ রেলওয়েতে ইঞ্জিনিয়ার ক্যাডারে যোগদান করেন। ২০০৫ এ উপসচিব হয়ে যোগাযোগ ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়ে শিল্প মন্ত্রণালয়ের কাজ করেন। ২০১৪ সালে বিআইডব্লিউটিএতে সদস্য প্রকৌশল পদে যোগদান করেন এবং ২০১৬ সালে অতিরিক্ত সচিব পদোন্নতি পান। -বিজ্ঞপ্তি
×