ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভ্যাট প্রদানে বাপকের হোটেল-মোটেল শীর্ষে

প্রকাশিত: ০৬:০২, ২৮ ডিসেম্বর ২০১৭

ভ্যাট প্রদানে বাপকের হোটেল-মোটেল শীর্ষে

গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের ০৪ (চার) জেলা রাঙ্গামাটি, রংপুর, টুঙ্গীপাড়া এবং কুয়াকাটা জেলায় ভ্যাট প্রদানকারী সংস্থার মধ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বাপক) শীর্ষে রয়েছে। এ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বর্ণিত ৪টি ইউনিটকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। উক্ত অর্থবছরে রাঙ্গামাটি পর্যটন মোটেল ২৪ লাখ ৫৯ হাজার ৭৭৯ টাকা, রংপুর পর্যটন মোটেল ২৯ লাখ ৫১ হাজার ৪৯৮ টাকা, টুঙ্গীপাড়া পর্যটন মোটেল ২ লাখ ৯ হাজার ৮৮ টাকা এবং কুয়াকাটা পর্যটন মোটেল ১৮ লাখ ৬৯ হাজার ৩০৭ টাকা ভ্যাট প্রদান করেছে। এখানে উল্লেখ্য, গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সরকারী কোষাগারে ভ্যাট বাবদ ৫ কোটি ২৫ লাখ ২৯ হাজার এবং আয়কর বাবদ ৯৭ লাখ ৯৩ হাজার টাকা জমা প্রদান করেছে। এছাড়া ২০১৬-১৭ অর্থবছরে ভ্যাট বাবদ ৫ কোটি ৫ লাখ ৬৩ হাজার টাকা এবং আয়কর বাবদ ১ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করেছে।-বিজ্ঞপ্তি
×