ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুযোগ পেয়েই দারুণ খুশি মেহেদী হাসান

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ ডিসেম্বর ২০১৭

সুযোগ পেয়েই দারুণ খুশি মেহেদী হাসান

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ব্যাট হাতে উজ্জ্বলতা ছড়িয়েছেন। আর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) বল হাতে নিজের দ্যুতি দেখিয়েছেন। তাতেই জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়ে গেছেন। প্রতিভাবান ক্রিকেটার হিসেবে এখন নিজেকে মেলে ধরার অপেক্ষা। তা সময়ের ব্যাপার। কিন্তু জাতীয় দলের ড্রেসিংরুমে প্রথমবারের মতো থাকতে পেরে রোমাঞ্চিত মেহেদী হাসান। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আসন্ন। স্বাগতিক বাংলাদেশ, জিম্বাবুইয়ে, শ্রীলঙ্কাকে নিয়ে এ ত্রিদেশীয় সিরিজ হবে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট, দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের জন্য আগেই ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে আছেন মেহেদী হাসানও। এ সিরিজের জন্য বুধবার থেকে প্রস্তুতি শুরু হয়েছে। প্রথমদিন হয়েছে ‘বিপ টেস্ট’। ফিটনেসের কী অবস্থা, তা জানা হয়েছে। এ প্রস্তুতিতে ছিলেন মেহেদীও। প্রথমবারের মতো জাতীয় দলের ট্রেনিংয়ে থাকায়, ড্রেসিংরুম শেয়ার করায় রোমাঞ্চিত মেহেদী। তিনি বলেছেন, ‘সকালটা একটু রোমাঞ্চকর ছিল। যেহেতু প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছি। সকালের নাস্তা থেকে শুরু করে ড্রেসিংরুম শেয়ারের অভিজ্ঞতা অন্যরকম ছিল।’ সঙ্গে প্রথমদিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে যোগ করেন, ‘সবাই সবার চেয়ারে বসে ছিল ড্রেসিংরুমে। আমি কোন সিটে বসব, সেটা খুঁজে পাচ্ছি না। যেখানেই বসতে চাই, কারও না কারও সিট থাকেই। এতে একটু নার্ভাস ফিল হচ্ছিল। দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ। আমার যারা টিমমেট ছিল এমনই বলতে ছিল। প্রথমে আসলে এইরকমই হয়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’ জাতীয় লীগে এবার চ্যাম্পিয়ন দল খুলনার হয়ে খেলে দলটির পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন। ৪ ম্যাচে ৭ ইনিংস খেলে ২টি সেঞ্চুরি, ১টি হাফসেঞ্চুরিসহ ৮৩.৫০ গড়ে ৫০১ রান করেছেন। বল হাতে ৫ ইনিংসে বল করার সুযোগ পেয়ে নিয়েছেন ৮ উইকেট। এবার লীগে সবচেয়ে বেশি রান করেছেন এনামুল হক বিজয় (৭৭.৩৭ গড়ে ৬১৯ রান)। তার পরেই আছেন মেহেদী। বিজয়ের পর মেহেদীই লীগে ৫০০ রানের বেশি করতে সক্ষম হয়েছেন। সর্বশেষ ম্যাচটিতে ১৭৭ রানের ইনিংস খেলে খুলনাকে জেতান। শিরোপাও জেতে খুলনা। দীর্ঘ পরিসরের ক্রিকেটে যেখানে মেহেদী ব্যাট হাতে উজ্জ্বল, সেখানে স্বল্প ওভারের ক্রিকেটে কিন্তু বল হাতে দেখিয়েছেন ঝলক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলে বোলিং নৈপুণ্য দেখিয়ে বিপিএল মাতিয়েছেন। বিপিএল থেকে যেন বোলার মেহেদীকেই সবার চোখে ভাসে। বিপিএলে মেহেদীর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে, ক্রিস গেইলের জম হয়ে ওঠা। রংপুর রাইডার্সের বিপক্ষে খেলা হলেই গেইলকে আউট করবেন মেহেদী, এটি যেন সবার ধারণাই হয়ে গিয়েছিল। মেহেদী সেই কাজ করেও দেখিয়েছেন। বল হাতে ১০ ম্যাচ খেলে ১০ উইকেট নেওয়া মেহেদী তিন ম্যাচের মধ্যে দুইবারই গেইলকে আউট করেছেন। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। তবে এখনই যে জাতীয় দলে যোগ হয়ে যাবেন, খেলার সুযোগ হয়ে যাবে, তা নিশ্চিত নয়। কারণ, জাতীয় দলে তার মত অলরাউন্ডার আছেন। তবে বিপিএলে যে নৈপুণ্য দেখিয়েছেন, তাতে টি২০তে মেহেদীর খেলার সুযোগ মিলেও যেতে পারে। মেহেদী নিজেও মূল স্কোয়াডে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী। এ নিয়ে মেহেদী বলেছেন, ‘অবশ্যই আত্মবিশ্বাসী।’ জাতীয় লীগে ব্যাটিং, বিপিএলে বোলিং দ্যুতি ছড়িয়েছেন। দীর্ঘ পরিসরে ব্যাট হাতে মেহেদী দুর্দান্ত। টি২০তে বল হাতে উজ্জ্বল। তা বোঝাই যাচ্ছে। তাহলে মেহেদী কোনটাতে বেশি শক্তিশালী? নিজেকে অলরাউন্ডার মনে করেন মেহেদী, ‘আমি নিজেকে অলরাউন্ডারই মনে করি। যখন যেটা ভালো হয়, সেখানেই বেশি ফোকাস করি।’ তাহলে কী মনোযোগ দুইদিকেই থাকবে? মেহেদী জানান, ‘দুই বিভাগে ফোকাস করা খুব কঠিন। প্রথমে যেটা ভালো হবে, সেটাতেই মনোযোগী হওয়া ভালো। কারণ, দুইখানে একসঙ্গে গুরুত্ব দিতে গেলে দুটোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে একটি একটি করে টার্গেট করলে সেটাই ভাল।’ রোমাঞ্চিত মেহেদী হাসান এখন জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে কোনটাতে বেশি মনোযোগী হয়ে ওঠেন, সেটিই দেখার অপেক্ষা থাকছে।
×